বিশ্বের কোভিড-১৯ মহামারি প্রতিরোধে চীনের মেধা ও শক্তি প্রদানের দাবি জানালেন চায়না মিডিয়া গ্রুপের মহাপরিচালক
  2020-09-22 19:18:06  cri

সেপ্টেম্বর ২২: চায়না মিডিয়া গ্রুপের মহাপরিচালক শেন হাই সিয়োং সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে সহযোগিতা জোরদার করা, বাস্তবসম্মত বিষয় প্রচার করা, ইতিবাচক মন্তব্য করাসহ নানা দাবি জানিয়েছেন, যাতে বিশ্বব্যাপী কোভিড-১৯ প্রতিরোধে শক্তি ও মেধা যোগ করা যায়।

চায়না মিডিয়া গ্রুপ গত এপ্রিলে এক প্রস্তাব উত্থাপন করে। এতে ইতালি, জাপান, আর্জেন্টিনা, যুক্তরাষ্ট্র ও চীনসহ নানা দেশের পণ্ডিতরা আন্তর্জাতিক সমাজকে সহযোগিতা জোরদার করা এবং যৌথভাবে কোভিড-১৯ মোকাবিলার জন্য মেধা প্রদানের আহ্বান জানান।

শেন হাই সিয়োং বলেন, কোভিড-১৯ মহামারি প্রতিরোধে চীনের অগ্রগতিতে বিশ্ববাসী উত্সাহিত; যা বিশ্বে কোভিড-১৯ মহামারি প্রতিরোধে সহযোগিতা জোরদার এবং বিশ্ব প্রশাসনে আস্থা যোগাতে সহায়ক হয়েছে। সিএমজি'র 'এক অঞ্চল, এক পথ' কার্যক্রমের আওতায় টেলিভিশনের আন্তর্জাতিক সহযোগিতায় অংশগ্রহণকারী দেশি-বিদেশি বিশেষজ্ঞরা অনেক প্রবন্ধ প্রকাশ করেছেন। তারা সিজিটিএনের বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তাদের অনুষ্ঠান ১৭০টিরও বেশি দেশ ও অঞ্চলের ১০ কোটি দর্শক দেখেছেন।

(রুবি/তৌহিদ/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040