ঐক্যবদ্ধভাবে অভিন্ন শত্রু মোকাবিলা করা এবং মানবজাতির অভিন্ন স্বার্থের কমিউনিটি গঠন বেগবান করা উচিত
  2020-09-22 19:44:56  cri
সেপ্টেম্বর ২২: জাপানের অধ্যাপক ও জাপানের 'এক অঞ্চল, এক পথ' সংশ্লিষ্ট গবেষণা কেন্দ্রের দায়িত্বশীল কর্মকর্তা বলেছেন, আন্তর্জাতিক সমাজের উচিত ঐক্যবদ্ধ ফ্রন্টে অভিন্ন শত্রু মোকাবিলা করা এবং মানবজাতির অভিন্ন স্বার্থের কমিউনিটি গঠন বেগবান করা উচিত।

গত এপ্রিলে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের আওতায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে থিংকট্যাংকের অভিযান কর্মসূচির আয়োজন করে। এতে ইতালি, জাপান, আর্জেন্টিনা, যুক্তরাষ্ট্র ও চীনসহ নানা দেশের পণ্ডিতরা আন্তর্জাতিক সমাজকে সহযোগিতা জোরদার এবং যৌথভাবে কোভিড-১৯ মোকাবিলায় মেধা প্রদানের আহ্বান জানান।

কোভিড-১৯ মহামারি-পরবর্তী তিনটি প্রস্তাব দেন তিনি। তিনি বলেন, প্রথমত, ডিজিটাল সমাজে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা প্রয়োজন; দ্বিতীয়ত, স্থানীয় সরকার ও পৌর সরকারের ভিত্তিতে আরও নমনীয় নীতি প্রণয়ন করা উচিত; তৃতীয়ত, দেশের সামরিক নিরাপত্তার পরিবর্তে মানবজাতির অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তার ওপর নজর রাখা প্রয়োজন।

(রুবি/তৌহিদ/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040