কঠিন সময় কাটিয়ে উঠে মানবজাতির অগ্রগতি অর্জনের  জন্য যৌথ প্রচেষ্টা চালানোর দাবি চীনা বিশেষজ্ঞের
  2020-09-22 19:46:40  cri
সেপ্টেম্বর ২২: চীনের শায়ানসি নর্মাল ইউনিভার্সিটির অধ্যাপক ইয়ু কেং চ্য বলেছেন, বিশ্বের এ সন্ধিক্ষণে সবার উচিত কঠিন সময় কাটিয়ে উঠে মানবজাতির অগ্রগতি অর্জনের জন্য যৌথ প্রচেষ্টা চালানো।

তিনি বলেন, ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, মহামারির প্রকোপের সঙ্গে মানবজাতির বিশ্বায়ন জড়িত। মানবজাতি বিশ্বায়নের জন্য ব্যাপক মূল্য দিয়েছে। তবে কঠিন হলেও বিশ্বায়ন থামবে না। ইন্টারনেট, আন্তর্জাতিক লজিস্টিকসহ নানা শিল্পের উন্নয়নে মানবজাতি এখন যৌথ স্বার্থের কমিউনিটি। এ প্রেক্ষাপটে সবার সহযোগিতা জোরদার করে মানবজাতির সামাজিক অগ্রগতি অর্জনের আহ্বান জানান তিনি।

গত এপ্রিলে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের আওতায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে থিংকট্যাংকের অভিযান কর্মসূচির আয়োজন করে। এতে ইতালি, জাপান, আর্জেন্টিনা, যুক্তরাষ্ট্র ও চীনসহ নানা দেশের পণ্ডিতরা আন্তর্জাতিক সমাজকে সহযোগিতা জোরদার করা এবং যৌথভাবে কোভিড-১৯ মোকাবিলায় মেধা প্রদানের আহ্বান জানান।

(রুবি/তৌহিদ/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040