চীনে ৫জি বেসস্টেশনের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে
  2020-09-23 15:18:40  cri

সেপ্টেম্বর ২৩: চীনের শিল্প ও টেলি-যোগাযোগ মন্ত্রণালয়ের প্রযুক্তি উন্নয়ন বিভাগের পরিচালক লি ইং গতকাল (মঙ্গলবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে জানান, এ পর্যন্ত চীনে নির্মিত ও চালু হওয়া ৫জি বেসস্টেশনের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে। ৫জি ব্যবহারকারীর সংখ্যাও ক্রমশ বাড়ছে। টার্মিনাল সংযোগের সংখ্যা ১০ কোটি ছাড়িয়েছে। ৫জি ব্যবহার ইতোমধ্যে শিল্প, চিকিত্সা, মিডিয়া ও পরিবহন ক্ষেত্রে ব্যবহার শুরু হয়েছে।

ভবিষ্যতে ৫জি উন্নয়নের পরিকল্পনা সম্পর্কে লি ইং বলেন, প্রথমত, নেটওয়ার্ক নির্মাণের কাজ স্থিতিশীলভাবে উন্নয়ন করা হবে; দ্বিতীয়ত, ব্যবহারের ক্ষেত্র বাড়ানোর আরও সম্ভাবনা অন্বেষণ করা হবে; তৃতীয়ত, এই খাতে নীতিগত সমর্থন আরও জোরদার করা হবে; চতুর্থত, প্রযুক্তিগত গবেষণা আরও জোরদার করা হবে; এবং পঞ্চমত, এই খাতে আন্তর্জাতিক সহযোগিতা গভীরতর করা হবে। (ইয়াং/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040