জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনের সাধারণ বিতর্কে সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ ভাষণের প্রশংসা বিশেষজ্ঞের
  2020-09-23 16:12:43  cri
সেপ্টেম্বর ২৩: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (মঙ্গলবার) জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনের সাধারণ বিতর্কে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন। ভাষণে সি চিন পিং কিছু প্রস্তাব দেন, যা বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের প্রশংসা কুড়িয়েছে। তারা মনে করেন, সেসব প্রস্তাব মানবজাতির অভিন্ন স্বার্থের কমিউনিটি গঠন এগিয়ে নিতে এবং আরও সুন্দর বিশ্ব ও ভবিষ্যত্ গড়ে তুলতে সহায়ক হবে।

পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মাদ নাদিম বলেন, কোভিড-১৯ মহামারির সামনে চীন বড় দেশের দায়িত্ব পালন করেছে এবং অনেক দেশ ও আন্তর্জাতিক সংস্থাকেও সহযোগিতা করেছে। বিশ্বব্যাপী কোভিড-১৯ প্রতিরোধকাজে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

জর্ডানের মিডিয়া বিশেষজ্ঞ সায়েব রাওয়াশদেহ বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সৃজনশীলতা, সমন্বয়, সুবজায়ন, উন্মুক্তকরণ ও যৌথ অর্জনের ভিত্তিতে নতুন উন্নয়নের চেতনা তুলে ধরেন, যা কোভিড-১৯ মোকাবিলা ও পরিবেশ পরিবর্তনসহ নানা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হবে।

রাশিয়ার বিজ্ঞান-প্রযুক্তি একাডেমির ফারইস্ট গবেষণালয়ের মহাপরিচালক আন্দ্রেই ওসত্রোভাস্কি বলেন, ভাষণে সি চিন পিং আন্তর্জাতিক বিষয়াদিতে জাতিসংঘের কেন্দ্রীয় ভূমিকায় সমর্থন জানান। চীন বরাবরই জাতিসংঘকে সমর্থন দেয় এবং বিশ্ব প্রশাসনে উন্নয়নশীল দেশের অংশগ্রহণের জন্য আরও বেশি সুযোগ সৃষ্টি করবে বলে উল্লেখ করেছেন সি চিন পিং।

(রুবি/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040