আগামী পাঁচ বছরে জনস্বাস্থ্য রক্ষা করা হবে চীনের উন্নয়ন কার্যক্রম: সি চিন পিং
  2020-09-23 16:21:20  cri

সেপ্টেম্বর ২৩: আগামী পাঁচ বছরে জনস্বাস্থ্য রক্ষা করা হবে চীনের উন্নয়ন কার্যক্রম। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (মঙ্গলবার) বেইজিংয়ে শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য ও ক্রীড়া বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার সময় এ কথা বলেছেন। সি চিন পিং বলেন, আগামী পাঁচ বছরে ব্যাপকভাবে জনস্বাস্থ্য খাতের কাজ এগিয়ে নেওয়া, ক্রীড়া খাতের শক্তিশালী দেশে পরিণত করা এবং জনগণের সুখী ও নিরাপদ জীবন নিশ্চিত করা হবে।

বর্তমানে সারা বিশ্বে কোভিড-১৯ মহামারি চলছে। মানবজাতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বোচ্চ গুরুতর জনস্বাস্থ্য হানিকর ঘটনার সম্মুখীন হয়েছে। মাহামারি নিয়ন্ত্রণে আনতে চীন ২০২১-২০২৫ সাল পর্যন্ত উন্নয়ন কার্যক্রম প্রণয়ন করছে। মাঝারি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করে আর্থ-সামাজিক উন্নয়নে নির্দেশনা দেওয়া হচ্ছে সিপিসি'র রাষ্ট্রীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ্ধতি। সুষ্ঠুভাবে পাঁচসালা কার্যক্রম প্রণয়ন করতে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এ বছর বেশ কয়েকবার বিভিন্ন প্রদেশ পরিদর্শন করেছেন এবং বিভিন্ন মহলের ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করেছেন।

(রুবি/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040