চীনের অর্থনীতি পুনরুদ্ধারের পথে এগিয়ে যাচ্ছে: ব্রিটিশ অর্থনীতিবিদ
  2020-09-23 17:15:11  cri

সেপ্টেম্বর ২৩: মার্কিন গণমাধ্যম জানিয়েছে, 'ব্রিক্স জোটের' ধারণা উত্থাপনকারী ব্রিটিশ অর্থনীতিবিদ জিম ও'নেইল মনে করেন, চীন এখন সফলভাবে কোভিড-১৯ মহামারীর অর্থনৈতিক মন্দা মোকাবিলা করেছে ।

চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো গত ১৫ সেপ্টেম্বর জানায়, গত অগাস্ট মাসে খুচরা ভোগ্যপণ্যের মোট বিক্রির পরিমাণ ছিল ৩৩৫৭.১ বিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়য়ের চেয়ে ০.৫ শতাংশ বেশি। জিম ও'নেইল এক পূর্বাভাসে বলেন, "এ বছরের শেষ দিকে চীনের জিডিপি'র ইতিবাচক প্রবৃদ্ধি বাস্তবায়ন হবে, ২০২১ সালের শেষ দিকে, চীনের জিডিপি'র বৃদ্ধি আগের অর্থনৈতিক মন্দার বয়ে আনা ক্ষয়ক্ষতি পূরণ করতে পারবে।"

তিনি এক প্রতিবেদনে পূর্বাভাস দিয়ে বলেন, "ব্রিক্স দেশগুলো আগামী কয়েক যুগে বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ বছরের দ্বিতীয় কোয়ার্টারে ব্রিক্স জোটের দেশগুলোর মধ্যে একমাত্র চীন প্রবৃদ্ধি বাস্তবায়ন করতে যাচ্ছে।"

(আকাশ/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040