মার্কিন পরিবারের সম্পদ বাড়লেও দেশে ধনী-দরিদ্র বৈষম্য বৃদ্ধি পাচ্ছে
  2020-09-23 17:15:37  cri

সেপ্টেম্বর ২৩: চীনের সিনহুয়া বার্তা সংস্থার খবরে বলা হয়, মার্কিন ফেডারেল রিজার্ভ বোর্ড ২১ সেপ্টেম্বর প্রকাশিত তথ্যে জানায়, পুঁজি বাজারের উন্নতি ও অন্যান্য কারণে, এ বছরের দ্বিতীয় কোয়ার্টারে মার্কিন পরিবারগুলোর সম্পদ বেড়ে ১১৯ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। যা মূলত ধনী পরিবারের নিয়ন্ত্রণে রয়েছে। পাশাপাশি দেশে অনেক সাধারণ মানুষের আয় কমেছে, এমনকি অনেকে চাকরি হারিয়েছে।

মার্কিন অর্থনীতিবিদদের বিশ্লেষণে দেখা যায়, তথ্য অনুযায়ী মার্কিন অর্থনীতি পুনরুদ্ধারের ক্ষেত্রে অসমতা রয়েছে। উচ্চ-আয়ের চাকরিজীবীরা চাকরি ফিরে পেয়েছেন এবং তাদের সঞ্চয়ও বেড়েছে।

মার্কিন ফেডারেল রিজার্ভ বোর্ডের তথ্য অনুযায়ী, মার্চ মাস পর্যন্ত, জনসংখ্যার ১০ শতাংশ তথা ধনী মার্কিনীদের হাতে দেশের দুই তৃতীয়াংশের বেশি সম্পদ জমেছে।

ফেডারেল রিজার্ভের পুরানো প্রতিবেদন থেকে জানা গেছে, প্রায় এক চতুর্থাংশ মার্কিন প্রাপ্তবয়স্ক ব্যক্তি জানান, মহামারীর পর তাদের পরিবার অর্থ সহায়তা পেয়েছে।

(আকাশ/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040