কোভিড-১৯ প্রতিরোধে একতা জোরদার করার আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব
  2020-09-23 17:16:03  cri

সেপ্টেম্বর ২৩: জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরহিস মঙ্গলবার জাতিসংঘের ৭৫তম সম্মেলনে দেওয়া ভাষণে আন্তর্জাতিক অঙ্গনকে একতা জোরদার করার আহবান জানিয়েছেন; যাতে যৌথভাবে কোভিড-১৯ রোগের বিরুদ্ধে লড়াই করা যায়। পাশাপাশি, 'নতুন স্নায়ুযুদ্ধ' এড়াতে বিভিন্ন পক্ষকে তাগিদ দিয়েছেন তিনি।

মহাসচিব বলেন, কোভিড-১৯ মহামারীতে বিশ্বের নাজুক অবস্থা ও অসমতা প্রতিফলিত হয়েছে। এতে অতুলনীয় স্বাস্থ্য সংকট ও মারাত্মক অর্থনৈতিক ক্ষতি হয়েছে। ভাইরাসের বিরুদ্ধে বাস্তবতার আলোকে বিজ্ঞানসম্মত ব্যবস্থা অনুসরণের আহ্বানও জানান তিনি।

গুতেরহিস বলেন, "একটি আন্তঃসংযোগের বিশ্বে, আমদের একটি সহজ জিনিস বুঝতে হবে। তা হচ্ছে- একতার অর্থ নিজেকে সাহায্য করা। এটা বুঝতে না পারলে সবার ক্ষতি হবেই।"

মহাসচিব বলেন, সব শক্তি দিয়ে "নতুন স্নায়ু যুদ্ধ" এড়াতে হবে। বিশ্ব "অত্যন্ত বিপজ্জনক দিকে যাচ্ছে।" তিনি জানান, প্রযুক্তি ও অর্থনৈতিক সংঘাত সামরিক সংঘর্ষে পরিণত হতে পারে। যে কোনও মূল্যে এ ধরনের পরিস্থিতি এড়িয়ে যেতে হবে।

অর্থনীতি পুনরুদ্ধার এগিয়ে নিতে তিনি জি২০ নেতৃবৃন্দকে অর্থনীতি উদ্দীপনার পরিকল্পনা শুরু করা ও উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা বাড়ানোর তাগিদ দেন।

(আকাশ/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040