চীনের কোভিড-১৯ মহামারি নিয়ন্ত্রণে আনার চাবিকাঠি সম্পর্কে  বিদেশি গণমাধ্যমের মন্তব্য
  2020-09-23 18:54:46  cri
সেপ্টেম্বর ২৩: চীন সফলভাবে কোভিড-১৯ মহামারি নিয়ন্ত্রণ করেছে। চীনের এ কঠোর প্রতিরোধব্যবস্থা জনগণের দৃঢ় সমর্থনের ওপর নির্ভর করে। সম্প্রতি বিদেশি বেশ কিছু গণমাধ্যম চীনের কোভিড-১৯ মোকাবিলা সম্পর্কে এমন মন্তব্য করেছে।

মার্কিন উইকলি নিউজপেপার জানায়, গত মাসে উহানে একটি সুইমিং পুলে পার্টি হয়েছে। যা যুক্তরাষ্ট্র ও ভারতের বর্তমান অবস্থার চেয়ে একেবারে ভিন্ন। কঠোর প্রতিরোধক ব্যবস্থা ও জনগণের দৃঢ় সমর্থনের কারণে চীন সফলভাবে কোভিড-১৯ মহামারি নিয়ন্ত্রণ করেছে।

গত এপ্রিলে মার্কিন বিজ্ঞান ম্যাগাজিনের এক জরিপ থেকে জানা গেছে, কোভিড-১৯ প্রাদুর্ভাবের প্রথম ৫০ দিনেই কঠোর ব্যবস্থা গ্রহণ করে চীন; যার ফলে দশ লাখ মানুষ আক্রান্ত হওয়া থেকে রক্ষা পেয়েছে।

ব্যাংকক পোস্টের খবরে বলা হয়, চীন মাত্র তিন মাসের মধ্যে কোভিড-১৯ মহামারি নিয়ন্ত্রণ করেছে। এর কারণ হলো- দৃঢ় নেতৃত্ব, সার্বিক প্রতিরোধ ও নিয়ন্ত্রণব্যবস্থা এবং ব্যাপক জনসমর্থন।

(রুবি/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040