সা দিং দিং
  2020-10-02 18:40:27  cri

সা দিং দিং, তাঁর আসল নাম চৌ ভেং। তিনি হলেন চীনের মূল ভূভাগের পপসঙ্গীত মহলের একজন নারী কন্ঠশিল্পী এবং গীতিকার।

২০০৪ সালে তাঁর প্রথম অ্যালবাম 'নিজেই সুন্দর' প্রকাশিত হয়। ২০০৫ সালে তিনি নাম পাল্টে চৌ ভেং থেকে সা দিং দিংতে পরিণত হন।

২০০৬ সালে সা দিং দিং চীনা গণমুক্তি ফৌজের নৌবাহিনীর নৃত্যগীতি দল ত্যাগ করে সঙ্গীত কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। একই বছরের সেপ্টেম্বর মাসে সা দিং দিং জাপানে আয়োজিত 'গ্লোবাল রেকর্ড শীর্ষ সম্মেলনে' 'সবকিছু সুষম' গানটি পরিবেশন করেন। এর ফলে বিভিন্ন দেশের সঙ্গীত কোম্পানি তাঁর প্রতি আকৃষ্ট হয়। তাঁর অ্যালবাম 'সবকিছু সুষম' গ্লোবাল রেকর্ডসের গুরুত্বপূর্ণ পরিকল্পনায়ও অন্তর্ভুক্ত হয়।

২০০৬ সালে তিনি চীনের এমটিভি'র বার্ষিক দশ জন শ্রেষ্ঠ নতুন কন্ঠশিল্পীর একজন হিসেবে মনোনয়ন পান।

২০০৭ সালের মে মাসে সা দিং দিং এটিভি'র আয়োজিত চীন ও যুক্তরাষ্ট্রের সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠানে অংশ নিয়ে গান পরিবেশন করেন। জুন মাসে তিনি জাপানে 'সবকিছু সুষম' নামের অ্যালবাম প্রকাশ করেন। প্রথম দফার অ্যালবামের সকল কপি এক সপ্তাহের মধ্যে বিক্রি হয়ে যায়।

২০০৭ সালের অগাস্ট মাসে চীনে 'সবকিছু সুষম' অ্যালবাম প্রকাশিত হয়। এরপর ভারত, ফিনল্যান্ড, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স ও জার্মানিসহ বিভিন্ন দেশে তাঁর এই অ্যালবাম রিলিজ হয়।

২০০৮ সালের এপ্রিল মাসে সা দিং দিং 'সবকিছু সুষম' অ্যালবাম নিয়ে ব্রিটেনের বিবিসি'র বিশ্ব মিউজিক অ্যাওয়ার্ডসের এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের শ্রেষ্ঠ গীতিকারের পুরস্কার জিতে নেন।

২০০৯ সালে সা দিং দিং-এর অ্যালবাম 'সবকিছু সুষম' সেই বছর ৫১তম গ্র্যামি পুরস্কারের 'শ্রেষ্ঠ বিশ্ব সঙ্গীত অ্যালবাম পুরস্কার'-এর জন্য মনোনয়ন পায়।

২০১০ সালের ফেব্রুয়ারি মাসে সা দিং দিং-এর অ্যালবাম 'আকাশ ও ভূমির সংযোগ' রিলিজ হয়। এই অ্যালবাম প্রকাশের এক মাস পর চীনের মূল ভূভাগ, হংকং এবং মালয়েশিয়াসহ বিভিন্ন জায়গায় ব্যাপক জনপ্রিয়তা পায়।

২০১০ সালের এপ্রিল মাসে সা দিং দিং সিসিটিভির সঙ্গীত পুরস্কারের বার্ষিক আন্তর্জাতিক প্রভাবশালী পুরস্কার লাভ করে। ২০১২ সালে সা দিং দিং চীনের কেন্দ্রীয় টেলিভিশন সিসিটিভি'র বসন্ত উত্সবের সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে উঠে তাঁর প্রতিনিধিত্বশীল গান 'সবকিছু সুষম' পরিবেশন করেন। জুন মাসে তাঁর অ্যালবাম 'যে মানুষ এসেছে' প্রকাশিত হয়।

২০১৩ সালের মে মাসে সা দিং দিং সিসিটিভি'র মধ্য-শরত্ উত্সবের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী সা দিং দিং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে। (শুয়েই/আলিম/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040