ছাই ছিন
  2020-10-13 17:17:07  cri

ছাই ছিন, ১৯৫৭ সালের ২২ ডিসেম্বর চীনের তাইওয়ান প্রদেশের কাও সিয়ং শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন তাইওয়ানের একজন নারী কন্ঠশিল্পী, অপেরা অভিনেত্রী এবং একজন উপস্থাপিকা।

১৯৭৯ সালে তিনি তাইওয়ানের একটি লোকসঙ্গীত প্রতিযোগিতায় অংশ নিয়ে চতুর্থ পুরস্কার লাভ করেন। এর মাধ্যমে তার সঙ্গীতের জগতে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

১৯৭৯ সালের এপ্রিল মাসে তাঁর প্রথম অ্যালবাম 'সীমান্তে যাওয়ার সঙ্গীত' প্রকাশিত হয়। এর মধ্যে 'সিদ্ধান্ত', 'কিভাবে সম্ভব' গানদুটি চলচ্চিত্রের থিম সং হিসেবে ব্যবহার করা হয়েছে। ছাই ছিন 'সিদ্ধান্ত' গানটি জন্য প্রথম গোল্ডেন ট্রাইপড অ্যাওয়ার্ডসের শ্রেষ্ঠ কন্ঠশিল্পীর পুরস্কার জিতে নেন।

১৯৮১ সালের মে মাসে ছাই ছিন 'ছিউজিন' শীর্ষক অ্যালবাম প্রকাশ করেন। এই অ্যালবামে তিনি প্রথমবারের মতো স্বরচিত গান 'তোমাকে মিস করার সময়' গেয়েছেন। সেপ্টেম্বর মাসে তাঁর অ্যালবাম 'তোমার দৃষ্টি' বাজারে আসে। একই সঙ্গে এই অ্যালবামের ক্যান্টোনিজ ভাষার সংস্করণও প্রকাশিত হয়।

১৯৮২ সালে ছাই ছিন অন্য কয়েকজন শিল্পীর সঙ্গে একটি মিউজিক স্টুডিও গঠন করেন, যা তাইওয়ানের প্রথম মিউজিক স্টুডিও। সেপ্টেম্বর মাসে তাঁর আরেকটি অ্যালবাম 'এক হাজার বসন্তকাল' প্রকাশিত হয়। একই বছর ছাই ছিন বিবিসি'র রেডিও অনুষ্ঠান 'দিনের সবচেয়ে ভালো সময়' উপস্থাপনা করেন। তিনি তাইওয়ানে রেডিও অনুষ্ঠানে উপস্থাপনা করা প্রথম কন্ঠশিল্পী।

১৯৮২ সালের অক্টোবর মাসে ছাই ছিনের অ্যালবাম 'আবারও আমাকে একবার ভালোবাসো' রিলিজ হয়।

১৯৮৩ সালের মার্চ মাসে ছাই ছিনের অ্যালবাম 'অশেষ ভালোবাসা' প্রকাশিত হয়। একই বছরের মে মাসে তাঁর আরেকটি অ্যালবাম 'গতকালের বাতি' রিলিজ হয়।

১৯৮৪ সালে ছাই ছিন হংকংয়ের ষষ্ঠ চীনা ভাষার সঙ্গীত তালিকার শ্রেষ্ঠ নতুন কন্ঠশিল্পীর পুরস্কার পান। একই বছরের অগাস্ট মাসে ছাই ছিনের অ্যালবাম 'এই ভালোবাসার জন্য অপেক্ষা করা যায়' রিলিজ হয়। আর নভেম্বর মাসে তাঁর নতুন গান এবং বাছাই করা গান নিয়ে 'শেষ রাত' নামের অ্যালবাম প্রকাশিত হয়। এই অ্যালবাম সেই বছরের অ্যালবাম বিক্রির তালিকায় শীর্ষ স্থান দখল করে।

১৯৮৯ সালের অক্টোবর মাসে ছাই ছিনের অ্যালবাম 'মনের কথা নিয়ে আলাপ' প্রকাশিত হয়। এই অ্যালবাম নিয়ে ছাই ছিন সেই বছরের দ্বিতীয় তাইওয়ানের গোল্ডেন ম্যালোডি অ্যাওয়ার্ডসের শ্রেষ্ঠ নারী কন্ঠশিল্পীর পুরস্কার পান।

১৯৯৬ সালে ছাই ছিন প্রবাসী চীনা গীতিকার সমিতিতে যোগ দেন। ২০০৩ সাল থেকে ছাই ছিন বিশ্বের বিভিন্ন স্থানে ট্যুর কনসার্ট আয়োজন করতে শুরু করেন।

২০১৫ সাল পর্যন্ত ছাই ছিন মোট ৫০টিরও বেশি অ্যালবাম প্রকাশ করেছেন।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ছাই ছিনের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে। (শুয়েই/আলিম/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040