চীন-কিউবা সাংস্কৃতিক বিনিময় কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠান বেইজিংয়ে অনুষ্ঠিত হয়
  2020-10-20 17:14:37  cri
১৭ অক্টোবর চীন-কিউবা সাংস্কৃতিক বিনিময় কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠান বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। চীনে কিউবার রাষ্ট্রদূত কার্লোস মিগুয়েল পেরেইরা, কিউবাতে সাবেক চীনা রাষ্ট্রদূত এবং চীন-কিউবা ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান জাং টুও এ অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে চীনে কিউবার রাষ্ট্রদূত কার্লোস মিগুয়েল পেরেইরা তার বক্তব্যে বলেন,

এ বছর চীন ও কিউবার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৬০ বছর পূর্তি। চীন-কিউবা সাংস্কৃতিক বিনিময় কেন্দ্রের প্রতিষ্ঠা প্রমাণ করে যে, দুই দেশের মধ্যে ভৌগলিক দূরত্ব থাকলেও সংস্কৃতি হলো চীন ও কিউবার সংযোগ স্থাপনকারী একটি মজবুত সেতু।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীত ও নৃত্য শিল্পী এবং চীন ও কিউবার সাংস্কৃতিক রাষ্ট্রদূত হুও ইয়াওফেই বলেন, চীন ও কিউবার সংস্কৃতি ভিন্ন। প্রত্যাশা করা হয় যে, চীন-কিউবা সাংস্কৃতিক বিনিময় কেন্দ্রের মাধ্যমে এই দুই দেশের মানুষ একে-অপরের কাছ থেকে নানা জিনিস বিনিময় করতে পারবে, একে অপরের কাছ থেকে শিখতে পারবে এবং গভীর বন্ধুত্ব স্থাপন করতে পারে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040