শাংহাই সহযোগিতা সংস্থার সচিবালয় বিভিন্ন দেশের মধ্যে সক্রিয়ভাবে সাংস্কৃতিক ও ক্রীড়া বিনিময় এগিয়ে নেবে: শাংহাই সহযোগিতা সংস্থার মহাসচিব
  2020-10-27 15:29:19  cri
১৮ অক্টোবর শাংহাই সহযোগিতা সংস্থার সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক ধারাবাহিক তত্পরতা ২০২০-২০২১-এর প্রেস ব্রিফিং সংস্থার সচিবালয়ে অনুষ্ঠিত হয়েছে।

এসসিও-এর মহাসচিব নরভ ভাল প্রতিবেশী, বন্ধুত্ব ও সহযোগিতা-সম্পর্কিত এসসিও কমিটির ভাইস চেয়ারম্যান ছুই লি, বিদেশের সাথে চায়না পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপের চেয়ারম্যান লিন সং থিয়েন এবং চীনে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত থাং ইয়ংসেং এতে অংশ নিয়েছিলেন।

তার বক্তৃতায় নরভ বলেন যে, নভেল করোনাভাইরাস নিউমোনিয়া মহামারীর বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ের প্রেক্ষাপটে এসসিও সচিবালয় সক্রিয়ভাবে দেশগুলির মধ্যে সাংস্কৃতিক ও ক্রীড়া বিনিময়কে উত্সাহিত করবে এবং সব দেশের মানুষ সংলাপের তথ্য প্রচার করবে।

নরভ উল্লেখ করেন, ২০১৬ সালে শুরু হওয়ায় শাংহাই সহযোগিতা সংস্থার খুনমিং ম্যারাথন গত চার বছরে সারা বিশ্বের ৮০ হাজারের বেশি অংশগ্রহণকারী আকর্ষণ করেছে এবং জনগণের কাছে সম্পর্ক, সাংস্কৃতিক বিনিময় এবং সহযোগিতা প্রচারে একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হয়ে উঠেছে।

নরভ বলেন, মহামারী পরিস্থিতি বিবেচনায় এসসিও সচিবালয় এবং ইয়ুননান প্রদেশের পিপলস সরকার জানায়- পঞ্চম খুনমিং ম্যারাথন আগামী ৬ ডিসেম্বর অনলাইনে অনুষ্ঠিত হবে। পেশাদার ক্রীড়াবিদ ও গ্লোবাল ম্যারাথনে উত্সাহীরা এতে অংশ নিতে "শাংহাই সহযোগিতা সংস্থার খুনমিং ম্যারাথন" অ্যাপ্লিকেশন সফ্টওয়্যারটি ডাউনলোড করবেন; যাতে চীনা, ইংরেজি ও রাশিয়ান ভাষা থাকবে।

এ ছাড়া, ২০২০ সালের এসসিও খুনমিং ম্যারাথন অনলাইনে আয়োজনের পর, এসসিও সচিবালয় ও সংশ্লিষ্ট নির্বাহী ইউনিটগুলো শাংহাইতে এসসিও বক্সিং গেমস ও এসসিও জাতীয় শিশুদের আর্ট প্রদর্শনীও আয়োজন করবে।

২০২১ সাল এসসিও প্রতিষ্ঠার ২০তম বার্ষিকী। এসসিও সচিবালয় শি'আন শহরের সঙ্গে আবার "এসসিও ইয়োগা এবং তাই চি দিবস" আয়োজনে সহযোগিতা করবে। ২০১৯ সালে প্রথমবারের মতো শি'আনে এই ইভেন্টটি অনুষ্ঠিত হয়েছিল।

অল চায়না মহিলা ফেডারেশন এবং চীনে এসসিওর কূটনৈতিক দূতরা, বিভিন্ন দেশের তরুণ শিক্ষার্থী প্রতিনিধি এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিরা সংবাদ সম্মেলনে অংশ নিয়েছিলেন।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040