তৃতীয় ওয়ার্ল্ড টপ সায়েন্টিস্ট ফোরামে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ভিডিও-ভাষণ
  2020-10-30 17:16:36  cri

অক্টোবর ৩০: তৃতীয় ওয়ার্ল্ড টপ সায়েন্টিস্ট ফোরাম আজ (শুক্রবার) চীনের শাংহাই শহরে অনুষ্ঠিত হয়। ভিডিও'র মাধ্যমে এ ফোরামে ভাষণ দিয়েছেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং।

ভাষণে তিনি বলেন, কোভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাবের পর, এই রোগের চিকিত্সা, ওষুধ ও টিকা গবেষণা এবং প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা চালানোর যথাসাধ্য প্রচেষ্টা চালিয়েছেন বিভিন্ন দেশের বিজ্ঞানীরা। এটি মহামারী মোকাবিলায় বিশাল অবদান রেখেছে। বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে কোভিড-১৯ রোগের ওষুধ, টিকা ও পরীক্ষাসহ সংশ্লিষ্ট ক্ষেত্রের গবেষণামূলক সহযোগিতা আরও গুরুত্বপূর্ণ। পাশাপাশি, জলবায়ু পরিবর্তন এবং মানবজাতির সুস্থতাসহ বিভিন্ন ইস্যুতে বৈজ্ঞানিক নব্যাতপ্রবর্তনের গুরুত্বও তুলে ধরেন তিনি।

তিনি জোর দিয়ে বলেন, বৈজ্ঞানিক নব্যাতপ্রবর্তনের ওপর বেশ গুরুত্বারোপ করে চীন। নব্যতাপ্রবর্তনকে উন্নয়নের প্রথম চালিকাশক্তি বলে মনে করা হয়। চীনে আরও উন্মুক্তকরণ ও সহনশীল এবং পারস্পরিক কল্যাণকর আন্তর্জাতিক বৈজ্ঞানিক সহযোগিতার কৌশল কাজে লাগাতে হবে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040