কোভিড-১৯ মহামারি মোকাবিলায় আফ্রিকার দেশগুলো ১২০টিরও বেশি স্বাস্থ্যকর প্রযুক্তি বাস্তবায়ন করেছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  2020-10-31 15:40:06  cri

অক্টোবর ৩১: কোভিড-১৯ মহামারি মোকাবিলায় আফ্রিকার দেশগুলো ঘনিষ্ঠ যোগাযোগকারী ব্যক্তি পর্যবেক্ষণ ও ট্র্যাকিং, কমিউনিটি ব্যবস্থাপনা, রোগী শনাক্ত ও মহামারি প্রতিরোধসহ নানা ক্ষেত্রে ১২০টিরও বেশি স্বাস্থ্যকর প্রযুক্তির প্রয়োগ বাস্তবায়ন করেছে। শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার আফ্রিকান কার্যালয় এ তথ্য জানায়।

সংস্থাটি জানায়, আফ্রিকায় প্রযুক্তিগত নবায়ন আফ্রিকার যুব সমাজের সৃজনশীলতার প্রতিফলন ও খুব উত্সাহজনক। আফ্রিকার দেশগুলোকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-ভিত্তিক অবকাঠামোর নির্মাণ করতে, এআই, ড্রোনসহ প্রযুক্তি খাতে বিনিয়োগ করতে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবনীমূলক নব্যতাপ্রবর্তনে সমর্থন দিতে উত্সাহ দেয় হু।

(শিশির/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040