করোনাভাইরাসের গ্রুপ ইমিউনিটি অযৌক্তিক ও অসম্ভব: হু'র মহাপরিচালক
  2020-10-31 15:41:48  cri

অক্টোবর ৩১: শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) মহাপরিচালক ড. তেদ্রোস আধানম কোভিড-১৯ নিয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, তথাকথিত প্রাকৃতিক গ্রুপ ইমিউনিটি অযৌক্তিক ও অসম্ভব। এতে লাখ লাখ মানুষ অহেতুক মৃত্যু ঝুঁকিতে পড়বে এবং অসংখ্য মানুষের সুস্থ হবার প্রক্রিয়া পিছিয়ে যাবে।

মহাপরিচালক বলেন, বিশ্বব্যাপী ন্যায়সঙ্গতভাবে নিরাপদ টিকা বিতরণ করা হলে গ্রুপ ইমিউনিটি বাস্তবায়ন হবে। বর্তমানে কিছু টিকা তৃতীয় ক্লিনিকাল ট্রায়ালে রয়েছে এবং ১৮৬টি অর্থনৈতিক সত্তা আন্তর্জাতিক 'কোভ্যাক্স' উদ্যোগে যোগ দিয়েছে।

জনাব তেদ্রোস জোর দিয়ে বলেন, টিকা পাওয়ার আগে সরকার ও জনগণকে ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। এটি বর্তমানে গণস্বাস্থ্যের ওপর কোভিড-১৯-এর দীর্ঘমেয়াদী নেতিবাচাক প্রভাব কমানোর সবচেয়ে কার্যকর পদ্ধতি।

(শিশির/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040