সাধারণ মানুষ ও বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা না-করার চুক্তি করেছে আর্মেনিয়া ও আজারবাইজান
  2020-10-31 17:53:52  cri

অক্টোবর ৩১: সাধারণ মানুষ ও বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা না-করার চুক্তি করেছেন আর্মেনিয়া ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদ্বয়। ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থার মিনস্ক কর্মগ্রুপ গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে এ খবর দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, রাশিয়া, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের মিনস্ক কর্মগ্রুপের প্রতিনিধিরা শুক্রবার জেনিভায় আর্মেনিয়া ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন এবং এ চুক্তি স্বাক্ষরিত হয়।

পাশাপাশি, মিনস্ক কর্মগ্রুপ নাগরনো-কারাবাখ অঞ্চলে মানবিক যুদ্ধবিরতি বাস্তবায়নের আহ্বানও জানিয়েছে।

(শিশির/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040