লংমার্চ ৮ পরিবাহক রকেটের প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হয়েছে
2020-12-22 15:57:06

ডিসেম্বর ২২: চীনের জাতীয় মহাকাশ ব্যুরো জানিয়েছে, আজ (সোমবার) দুপুর ১২টা ৩৭ মিনিটে চীনের স্বতন্ত্র গবেষণায় তৈরি নতুন মাঝারি পাল্লার পরিবাহক রকেট বা লংমার্চ ৮ পরিবাহক রকেটের পরীক্ষা সফল হয়েছে। চীনের উয়েনছাং মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে এটি নিক্ষেপ করা হয়। রকেটের উড্ডয়ন স্বাভাবিক ছিল।

লংমার্চ ৮ পরিবাহক রকেটটি পুরোপুরি লংমার্চ ৫ ও ৭ নম্বর পরিবাহক রকেটের প্রযুক্তিগত সাফল্যের ধারাবাহিকতা বহন করছে। এর মোট দৈর্ঘ্য প্রায় ৫০.৩ মিটার এবং ওজন প্রায় ৩৫৬ টন।

লংমার্চ 8 পরিবাহক রকেট ৫টি পরীক্ষামূলক উপগ্রহ নিয়ে সুষ্ঠুভাবে পূর্বনির্ধারিত কক্ষপথে প্রবেশ করে। এগুলো মহাকাশ বিজ্ঞান, দূরবর্তী যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা ও প্রয়োগসংশ্লিষ্ট নানা পরীক্ষা চালাবে।

(লিলি/তৌহিদ/শুয়েই)