নভেল করোনাভাইরাসের টিকাসহ বিভিন্ন খাতে চীন সহযোগিতা চালাতে চায়: হু’র মহাপরিচালক
2021-01-12 17:29:12

জানুয়ারি ১২: বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু’র মহাপরিচালক তেদ্রোস আধানম গতকাল (সোমবার) জানান যে, নভেল করোনাভাইরাসের টিকা ও ভাইরাসের উত্স অনুসন্ধানসহ বিভিন্ন খাতে চীনের সঙ্গে সহযোগিতার জন্য তিনি আনন্দিত। দ্রুত গতিতে নিরাপদ ও কার্যকর টিকা বের হবে এবং বিশ্বে  ন্যায়সঙ্গতভাবে টিকা বণ্টন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিন অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন। তিনি বলেন, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, জার্মানি, কেনিয়া, জাপান ও রাশিয়াসহ বেশ কয়েকটি দেশের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত হু’র আন্তর্জাতিক বিশেষজ্ঞ গ্রুপ শিগগিরি চীনে আসবে। তারা চীনা বিশেষজ্ঞদের সঙ্গে নভেল করোনাভাইরাসের উত্স অনুসন্ধানসহ বিভিন্ন বিজ্ঞানসম্মত গবেষণা চালাবেন।

হু’র জরুরি প্রকল্পের দায়িত্বশীল কর্মকর্তা মিশেল রায়ান বলেছেন, ভাইরাসের উত্স খুঁজে বের করা এবং মহামারীর প্রভাব জানার জন্য হু বিভিন্ন দেশ ও অঞ্চলে যাবে।

ড. আধানম বিভিন্ন দেশকে ভাইরাসের তথ্য বিনিময় জোরদার করার আহ্বানও জানান, যাতে নতুন ধরনের করোনাভাইরাস নিয়ে গবেষণা করা যায়। (লিলি/তৌহিদ/শুয়েই)