ইরানি নৌ বাহিনীর সামরিক মহড়া এলাকায় বিদেশি ডুবোজাহাজের সন্ধান
2021-01-15 10:08:58

জানুয়ারি ১৫: গতকাল (বৃহস্পতিবার) ইরানের গণমাধ্যম সূত্রে জানা গেছে, ওই দিন দেশটির নৌ বাহিনী তাদের সামরিক মহড়া এলাকার কাছে একটি বিদেশি ডুবোজাহাজের খুঁজ পেয়েছে।

ইরানের ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (ইরনা) জানায় যে, বিদেশি ডুবোজাহাজটি সামরিক মহড়া এলাকার কাছে যেতে চেয়েছিল,তবে ইরানের অ্যান্টি-সাবমেরিন হেলিকপ্টার তাকে আবিষ্কার করার পর ডুবোজাহাজটি দূরে সরে গেছে।

ইরানি নৌ বাহিনীর সামরিক মহড়া এলাকায় বিদেশি ডুবোজাহাজের সন্ধান_fororder_ir1

ইরানের টেলিভিশনের সূত্রে জানা গেছে, ওই দিনের মহড়ায় ইরানের তৈরি ডুবোজাহাজ সাফল্যের সঙ্গে টর্পেডো ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করতে পেরেছে।

ইরানের নৌ বাহিনীর ডেপুটি কমান্ডার কাভিয়ানি বলেন, ইরানে ভিন্ন ধরনের ত্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে। এসব অস্ত্র দেশটির নৌ বাহিনীকে আরও শক্তিশালী করছে।

উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি থেকে ওমান উপসাগরের হরমুজ প্রণালী এলাকায় দুই দিনব্যাপী সামরিক মহড়া শুরু করেছে তেহরান। (সুবর্ণা/এনাম/রুবি)