মেই
2021-01-17 17:08:50

মেই_fororder_d000baa1cd11728b4710980d44b5d4cec3fdfc0386c1

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের মান জাতির নারী কন্ঠশিল্পী আইসিন জিওরোমেই’র পরিচয় দেবো এবং তাঁর কণ্ঠে গান শোনাবো। তিনি ২০০১ সালের পয়লা ফেব্রুয়ারি বেইজিংয়ে জন্মগ্রহণ করেন। তিনি ব্রিটিশ একাডেমি অফ নিউ মিউজিকে লেখাপড়া করছেন। ২০১১ সালে তিনি মা’র সঙ্গে ‘আমার ডানা ভেঙ্গে দিয়ো না’ শীর্ষক একটি জনকল্যাণমূলক সংগীত প্রকাশ করার পর বিনোদনজগতে প্রবেশ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘বাড়ি থেকে জঙ্গল দূরে’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন আইসিন জিওরোমেই’র কন্ঠে ‘বাড়ি থেকে জঙ্গল দূরে’ শীর্ষক গান। ২০১৩ সালে তিনি হুনান প্রদেশের টিভি কেন্দ্রের সংগীত অনুষ্ঠানে অংশ নেন। ২০১৯ সালে তিনি চেচিয়াং প্রদেশের টিভি কেন্দ্রের সংগীত অনুষ্ঠানের সংগীত প্রতিযোগিতায় অংশ নিয়ে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেন। একই বছরে তিনি নিজের রচিত প্রথম সংগীত ‘চায়না’ প্রকাশ করেন। ২০২০ সালে তিনি নিজের প্রথম ইপি প্রকাশ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘আমরা যখন ভেঙে পড়ি তখন উল্কাটি পৃথিবীতে পড়ছিল’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

মেই_fororder_267f9e2f070828383bf40f43b799a9014d08f1e8

বন্ধুরা, শুনছিলেন আইসিন জিওরোমেই’র কন্ঠে ‘আমরা যখন ভেঙে পড়ি তখন উল্কাটি পৃথিবীতে পড়ছিল’ শীর্ষক গান। আইসিন জিওরোমেই’র পিতা ব্রিটিশ মানুষ, মা চীনা মানুষ। তাঁর একজন ছোট ভাই আছে। আইসিন জিওরোমেই বেইজিংয়ে জন্মগ্রহণ করেন। তবে তার ছোটবেলা কাটে ব্রিটেনে। ১৩ বছর বয়সের সময় তিনি চীনে ফিরে আসেন। হাইস্কুল থেকে স্নাতক হওয়ার পর তিনি ব্রিটিশ একাডেমি অফ নিউ মিউজিকে লেখাপড়া করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘দ্যে শৌ’ শীর্ষক গান। গানটি অস্ট্রেলিয়ার বিখ্যাত্ কন্ঠশিল্পী লেন্কা’র গাওয়া। আইসিন জিওরোমেই একটি সংগীত প্রতিযোগিতায় পুনরায় এটি গেয়েছেন। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন আইসিন জিওরোমেই’র কন্ঠে ‘দ্যে শৌ’ শীর্ষক গান। ছোটবেলায় কিন্তু গানের প্রতি আগ্রহ কম ছিল। বিখ্যাত্ সংগীত শিক্ষিকা লি মেই তাঁকে বেশি উত্সাহ দিয়েছেন। চীনের কয়েকজন বিখ্যাত্ সংগীতজ্ঞ আইসিন জিওরোমেইকে শিখিয়েছেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘মেই’ শীর্ষক গান। গানটি হলো তাঁর নিজের রচিত প্রথম ইপি। তখন তাঁর বয়স ১৯ বছর। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

মেই_fororder_5882b2b7d0a20cf431ad06dbfd405c36acaf2edd33d7

বন্ধুরা, শুনছিলেন আইসিন জিওরোমেই’র কন্ঠে ‘মেই’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘হোয়াট এ ওয়ানডাফুল ওয়ার্ল্ড’ শীর্ষক গান। ১৯৬৭ সালে বব থিয়েল ও জর্জ ডেভিড ওয়েস যৌথভাবে গানটি রচনা করেন। কিন্তু এখনো গানটি খুবই জনপ্রিয় বিশ্বজুড়ে। লুই আর্মস্ট্রং প্রথমে গানটি গেয়েছেন। রড স্টুয়ার্ট ও সেলিন ডিওনসহ বিভিন্ন বিশ্ববিখ্যাত্ কন্ঠশিল্পী গানটি গেয়েছিলেন। আইসিন জিওরোমেই একটি সংগীত প্রতিযোগিতায় গানটি গেয়েছেন। আশা করি, বন্ধুরা তাঁর কন্ঠে গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, এখন শোনাবো তাঁর কন্ঠে ‘ভালবাসা দিয়ে বিশ্ব পূরণ করুন’ শীর্ষক গান। গানটি চীনের একটি খুবই জনপ্রিয় জনকল্যাণমূলক সংগীত। গানটি ১৯৮৬ সালে রিলিজ হয়। গানটি ২০০৮ সালে চীনের পপসংগীত উত্সব তথা সংস্কার ও ‌উন্মুক্তকরণ নীতি কার্যকর হওয়ার ৩০তম বার্ষিকীর পুরস্কার লাভ করে। আশা করি, বন্ধুরা আইসিন জিওরোমেই’র কন্ঠে গানটি পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম/রুবী)