ভালবাসা ছিল
2021-01-17 17:14:19

ভালবাসা ছিল_fororder_u=3171765004,1064452396&fm=26&gp=0

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে প্রথমে চীনের তাইওয়ানের নারী কন্ঠশিল্পী আন ই স্যুয়ান’র পরিচয় দেবো এবং তাঁর গান শোনাবো। তাঁর আসল নাম উ ওয়েন জিং। তিনি ১৯৮০ সালের ২৯ সেপ্টেম্বর তাইওয়ানের তাইপেই শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন কন্ঠশিল্পী ও অভিনেত্রী। ২০০০ সালে তিনি একটি টিভি সিরিজে অভিনয় করার মাধ্যমে বিনোদনজগতে প্রবেশ করেন। ২০০৩ সালে তিনি প্রথমে চলচ্চিত্রে অভিনয় করেন। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে ‘ভালোবাসা ছিল’ শীর্ষক গান। তিনি চীনের বিখ্যাত্ কন্ঠশিল্পী ছেন ছু শেং সঙ্গে দ্বৈতকন্ঠে গানটি গেয়েছেন। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন আন ই স্যুয়ান’র কন্ঠে ‘ভালোবাসা ছিল’ শীর্ষক গান। ২০০৭ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। তিনি অ্যালবামটি দিয়ে অষ্টম টপ চায়নিজ মিউজিক অ্যাওয়ার্ডজ’র (TOP Chinese Music awards) হংকং ও তাইওয়ান অঞ্চলের শ্রেষ্ঠ নতুন কন্ঠশিল্পী ও সবচেয়ে জনপ্রিয় নারী কন্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন। ২০০৯ সালে তাঁর অভিনীত টিভি সিরিজ তাইওয়ানে টানা ১৯ সপ্তাহ শীর্ষে ছিল।   এখন শোনাবো তাঁর কন্ঠে ‘গোটা বিশ্বে তুমি আমাকে সবচেয়ে বেশি ভালবাস’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন আন ই স্যুয়ান’র কন্ঠে ‘গোটা বিশ্বে তুমি আমাকে সবচেয়ে বেশি ভালবাস’ শীর্ষক গান। ২০১০ সালে তিনি চলচ্চিত্রে অভিনয় করেন এবং চলচ্চিত্রের থিম সং গেয়েছেন। ২০১৬ সালে তিনি অষ্টম ম্যাকাও আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন পান। তার ছোটবেলায় বাবা-মার বিবাহবিচ্ছেদ ঘটে। তিনি বাবার কাছে বড় হন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘ভালবাসার কোড’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

ভালবাসা ছিল_fororder_src=http___01.imgmini.eastday.com_mobile_20180404_20180404114845_3438b724e11286faff0c917ce8d3141f_2.jpeg&refer=http___01.imgmini.eastday

বন্ধুরা, শুনছিলন আন ই স্যুয়ান’র কন্ঠে ... শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে নারী কন্ঠশিল্পী ছেং লিন'র কন্ঠে 'মায়ের চুম্বন' শীর্ষক গান শোনাবো। তিনি ১৯৬৭ সালের ১৫ অক্টোবর হ্যনান প্রদেশের লুওইয়াং শহরে জন্মগ্রহণ করেন। তিনি পপ সংগীতশিল্পী ও চীনা লোকবাদ্যযন্ত্র এরহু'র বাদক। ১৯৭৮ সালে তিনি চীনা নৌবাহিনীর রাজনৈতিক বিভাগের গান ও নাচ দলে যোগ দেন। ১৯৭৯ সালে তিনি জাতীয় এরহু প্রতিযোগিতায় বিশিষ্ট পুরস্কার লাভ করেন। ১৯৮০ সালে তিনি প্রথমবারের মতো কন্ঠশিল্পী হিসেবে আবির্ভূত হন। ১৯৮১ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। 'মায়ের চুম্বন' শীর্ষক গান তাঁর প্রথম অ্যালবামে অন্তর্ভুক্ত আছে। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

এখন আমি আপনাদেরকে নারী কন্ঠশিল্পী ছেন হাও'র কন্ঠে গান শোনাবো। তিনি ১৯৭৯ সালের ৯ ডিসেম্বর শানদং প্রদেশের ছিংদাও শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন অভিনেত্রী, টিভি হোস্ট ও কন্ঠশিল্পী। তিনি চীনের টেলিভিশন শিল্পী সমিতির ভাইস চেয়ারম্যান। ১৯৯৭ সালে তিনি চীনের কেন্দ্রীয় একাডেমি অব ড্রামা পারফরম্যান্স বিভাগে ভর্তি হন। ১৯৮৮ সালে তিনি প্রথমে চলচ্চিত্রে অভিনয় করেন। ২০০০ সালে তিনি টিভি হোস্ট হিসেবে কাজ শুরু করেন। ২০০১ সালে তিনি একটি টিভি সিরিজের মূল নারী চরিত্রে অভিনয় করেন। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে শোনাবো তাঁর কন্ঠে 'আমি বিশ্বের এদিকে তোমার জন্য অপেক্ষা করি' শীর্ষক গান। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন ছেন হাও'র কন্ঠে 'আমি বিশ্বের এদিকে তোমার জন্য অপেক্ষা করি' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে নারী কন্ঠশিল্পী ছেন হংয়ের কন্ঠে 'সবসময় বাড়ি ফিরতে চাই' শীর্ষক গান শোনাবো। তিনি ১৯৬৮ সালের ৩০ ডিসেম্বর হেইলংচিয়াং প্রদেশের হার্বিন শহরে জন্মগ্রহণ করেন। তিনি তৃতীয় জাতীয় যুব কন্ঠশিল্পী টেলিভিশন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান লাভ করেন। তিনি জাতীয় প্রথম পর্যায়ের অভিনেত্রী এবং চীনা নৌবাহিনীর রাজনৈতিক বিভাগের টেলিভিশন শিল্প কেন্দ্রের উপপরিচালক। আশা করি, আপনারা ছেন হংয়ের কন্ঠে গানটি পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম/রুবী)