আফ্রিকায় কোভিড রোগীর সংখ্যা ৩২ লক্ষাধিক
2021-01-17 16:13:15

 

আফ্রিকায় কোভিড রোগীর সংখ্যা ৩২ লক্ষাধিক_fororder_src=http___imgcdn_yzwb_net_@_catchimages_20201219_1608343158234040904_jpg_imageMogr2_thumbnail_1080x&refer=http___imgcdn_yzwb

জানুয়ারি ১৭: আফ্রিকার রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণকেন্দ্রের গতকাল (শনিবার) প্রকাশিত এক পরিসংখ্যান অনুসারে, মহাদেশটিতে কোভিড-১৯ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ৩২ লাখ ৭৬৩৯ জনে উন্নীত হয়েছে। এর মধ্যে ৭৭ হাজার ৬৮৪ জন মারা গেছেন এবং ২৬ লাখ ১৭ হাজার ১১০ জন চিকিত্সা নেওয়ার পর সুস্থ হয়েছেন।

পরিসংখ্যানে আরও উল্লেখ করা হয়, বর্তমানে আফ্রিকায় রোগীর সংখ্যার দিক থেকে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা, মরক্কো, তিউনিসিয়া, মিসর ও ইথিওপিয়া। এই পাঁচটি দেশের রোগীর সংখ্যা গোটা আফ্রিকার মোট রোগী সংখ্যার ৬৯ শতাংশ। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার অবস্থান শীর্ষে; দ্বিতীয় স্থানে রয়েছে মরক্কো।

এদিন সেনেগালের স্বাস্থ্য বিভাগ জানায়, শনিবার দেশটিতে ভাইরাসে নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৩৪২ জন, যা একটি নতুন রেকর্ড। আর জাম্বিয়ার স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, মহামারী আরও লম্বা সময় ধরে চলতে পারে। জনগণের উচিত বিভিন্ন প্রতিরোধকব্যবস্থা মেনে চলা। (ওয়াং হাইমান/আলিম/ছাই)