চীনের তৈরি টিকার ব্রাজিলে জরুরি ব্যবহারের অনুমোদন
2021-01-18 10:39:15

চীনের তৈরি টিকার ব্রাজিলে জরুরি ব্যবহারের অনুমোদন_fororder_baxi

জানুয়ারি ১৮: ব্রাজিলের জাতীয় স্বাস্থ্য তত্ত্বাবধান ব্যুরো গতকাল (রোববার) জরুরি ভিত্তিতে চীনের সিনোভ্যাক কোম্পানির তৈরি নভেল কোরনাভাইরাসের টিকার ব্যবহারের অনুমোদন দিয়েছে।

ফলে ওই দিন থেকে ব্রাজিলের লোকজন প্রথম দফায় চীনের এ টিকা গ্রহণ করতে শুরু করেছেন।

ব্যুরো চীনের টিকা ছাড়াও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং বৃটেনের অ্যাস্ট্রাজেনিকা ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় তৈরি টিকারও জরুরি ব্যবহারের অনুমোদন দেয়।

ব্যুরো জানায় যে, বর্তমানে ব্রাজিলের মহামারী পরিস্থিতি উদ্বেগজনক। বিজ্ঞানসম্মত গবেষণার উপাত্ত থেকে প্রমাণিত হয় যে, উপরোক্ত দুটি টিকাই জরুরি ব্যবহারের মানদণ্ড ও নিরাপত্তার চাহিদার সঙ্গে সঙ্গতিপূর্ণ।

ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী রোববার জানান যে, ব্রাজিলের বিমান বাহিনী সোমবার থেকে বিভিন্ন রাজ্যে টিকা বিতরণ শুরু করবে।

বর্তমানে ব্রাজিলে নভেল করোনাভাইরাসের ভয়াবহ সংক্রমণ আবার দেখা দিয়েছে। সেদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের রোববার প্রকাশিত তথ্য থেকে জানা গেছে, ওই দিন ব্রাজিলে নতুন করে ৩৩,০১৪ মানুষ করোনায় আক্রান্ত হন এবং সব মিলিয়ে আক্রান্তের মোট সংখ্যা ৮,৪,৮৮,০৯৯জনে দাঁড়িয়েছে। একই সময়ে নতুন করে মারা গেছেন ৫৫১জন। সব মিলিয়ে মৃতের মোট সংখ্যা  ২,০৯,৮৪৭জনে পৌঁছেছে।  তবে, সবমিলিয়ে মোট ৭৪,১১,৬৫৪ মানুষ সুস্থ হয়েছেন।

লিলি/এনাম/শুয়ে