০৪১২ ব্যবসা-বাণিজ্য
2021-04-12 15:01:26

সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ প্রকাশিত একটি রিপোর্ট চলতি বছরের বিশ্ব অর্থনৈতিক বৃদ্ধির অভিষ্ট লক্ষ্যকে ৬শতাংশ পর্যন্ত পরিবর্তন করেছে। যা গত জানুয়ারি মাসের অভিষ্ট লক্ষ্যের চেয়ে ০.৫ শতাংশ বেশি।

 

বিশ্ব কোভিড-১৯ মহামারী প্রতিরোধ অগ্রগতি অর্জিত হবার পরিস্থিতিতে বিশ্ব অর্থনৈতিক পুনরুদ্ধারে ইতিবাচক লক্ষণ দেখা দেয়। কিন্তু দূর্বল সরবরাহ চেইন, নিরাপত্তা সংকট, উন্নয়নের  ভারসাম্যহীনতা এবং সংরক্ষণবাদী বাণিজ্য ইত্যাদি এখনো বিশ্ব অর্থনীতির টেকসই পুনরুদ্ধারকে সীমাবদ্ধ রেখেছে।

 

পণ্য স্থানান্তর সমস্যাঃ একটি পণ্যবাহী জাহাজ বিশ্ব বাণিজ্যে স্থবিরতা সৃষ্টি করে

 

গত ২৩ মার্চ একটি ভারি পণ্যবাহী জাহাজ সুয়েজ খালের নতুন চ্যানেলে আটকা পড়ে। ফলে বিশ্বের প্রায় ১২শতাংশ বাণিজ্য  সঞ্চালন বাধা প্রাপ্ত হয়। ব্যাপারটি পুনরায় বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নের উপর বিশ্ব পণ্য স্থানান্তরের প্রভাব ও সীমাবদ্ধতাকে আলোচনায় নিয়ে আসে।

 

খালটি বন্ধ থাকার কারণে সরবরাহ চেইনের স্বল্প সরবরাহের পরিস্থিতি তীব্রতর করেছে। ফলে উপকরণ এমনকি পণ্যের দাম বেড়েছে। সুয়েজ খাল প্রায় এক সপ্তাহ বন্ধ হলে, বিশ্ব নৌপরিবহনের পণ্যগুলির স্থানান্তর কয়েক মাস বিলম্বিত করবে।

 

এর আগে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকুলের প্রধান বন্দরে আমদানি ব্যাপকভাবে বাড়ানো এবং রপ্তানি হঠাত্ কমানোর কারণে বিপুল সংখ্যক খালি কন্টেইনার আটকা পড়ে। ফলে এশিয়া থেকে আমদানিরত নৌপরিবহনের দাম কয়েক গুণ বেড়েছে। সংশ্লিষ্ট বাজার গবেষণা সংস্থার তদন্তে দেখা গেছে,  বিভিন্ন ধরনের উপকরণ না আসার কারণে অনেক মার্কিন প্রতিষ্ঠান ক্রেতাদের চাহিদা পূরণ করতে পারে নি। ২০০৭ সাল থেকে সবচেয়ে গুরুতর চ্যালেঞ্জের সম্মুখীন হয় সরবরাহ চেইন।

 

প্রযুক্তির সমস্যাঃ একটি অগ্নিকাণ্ড শিল্প পরিবর্তনে সংকট তুলে ধরে

 

গত ১৯ মার্চ জাপানের অর্ধ-পরিবাহী চিপ তৈরির কোম্পানিতে এক ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। ফলে অতি উন্নত অর্ধ-পরিবাহী চিপ উত্পাদন প্রায় বন্ধ হয়ে যায়। পুনরুদ্ধার করতে আরও কয়েক মাস সময় লাগবে। অন-বোর্ডে মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে  কোম্পানিটির গ্লোবাল মার্কেট শেয়ার তালিকার দ্বিতীয় স্থানে থাকায় সারা বিশ্বে  চিপের ঘাটতি তৈরির আশঙ্কা সৃষ্টি হয়।

জাপানের এক গবেষক বলেন, শিল্পটি বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে জড়িত। তাই বার্ষিক হিসেবে কোম্পানিটির অগ্নিকাণ্ড এবং পরবর্তী ঝুঁকি সম্ভবত দ্বিতীয় প্রান্তিকে জাপানের জিডিপির ৭.৩ শতাংশের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

 

সারা বিশ্বে চিপের ঘাটতি আরও তীব্রতর হবে। মার্কিন চিপ উত্পাদন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তার অনুমাণ অনুসারে, অর্ধ-পরিবাহী চিপের অভাব কমপক্ষে ২০২২ সাল পর্যন্ত চলবে। এতে গাড়ি উত্পাদন ছাড়াও কিছু ভোক্তা ইলেকট্রনিক্স পণ্যের উত্পাদন ব্যাপকহারে প্রভাবিত হবে। বিশেষ করে, যে সব পণ্যে চিপের ব্যবহার রয়েছে, সে সব পণ্যের উত্পাদন হ্রাস পাবে।

 

জলবায়ু সমস্যাঃ একটি ঝড় শিল্পের সরবরাহ চেইন স্থগিত করে

 

গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে এক বিরল শীত্কালীন ঝড় বয়ে যায়। ফলে অঙ্গরাজ্যের ৮০শতাংশ রসায়নিক উত্পাদন লাইন জমাট বেধে যায়। এতে বিশ্ব প্লাস্টিক পণ্যের গুরুতর অভাব সৃষ্টি হয়। গত বছরের ঝড় মৌসুমী বাজারের সরবরাহে হস্তক্ষেপের পর এবার বিশ্ব পেট্রোকেমিক্যাল শিল্প চেইন ধারাবাহিক ঝুঁকির সম্মুখীন হয়।

মেক্সিকো উপসাগরের তীরে অবস্থিত টেক্সাস অঙ্গরাজ্য বিশ্ব পেট্রোকেমিক্যাল শিল্পের গুরুত্বপূর্ণ স্থান। সেখানে উত্পাদিত পলিথিন পিই, পলিপ্রোপিলিন পিপি ও পলিভিনাইল ক্লোরাইড পিভিসির ব্যবহার চিপের চেয়েও ব্যাপক। এগুলি গাড়ি, চিকিত্সা সরঞ্জাম, এমনকি শিশুদের ডাইয়াপারসহ বিভিন্ন পণ্য উত্পাদনে ব্যবহৃত হয়।

সংশ্লিষ্ট এক কর্মকর্তার কথা অনুযায়ী, টেক্সাসের চরম আবহাওয়া এ পর্যন্ত বিশ্ব পিভিসি বাজারের উপর বৃহত্তম প্রভাব ফেলেছে। ফলে সংশ্লিষ্ট পণ্যের দাম গত বছরের মে মাসের চেয়ে প্রায় দ্বিগুণ বেড়েছে।

শিল্প সংশ্লিষ্ট এই কর্মকর্তার অনুমান অনুযায়ী, চরম আবহাওয়ার ঝুঁকি সম্ভবত চতুর্থ প্রান্তিক পর্যন্ত চলবে। ফলে বিভিন্ন ধরণের পণ্যের দাম বাড়বে, এবং বিশ্বে মুদ্রাস্ফীতিও বাড়বে।

 

নিরাপত্তা সমস্যাঃ একটি সংঘর্ষ তেলের দামকে করে আকাশচুম্বী

 

গত ৭ মার্চ সৌদি আরবের জাতীয় তেল কোম্পানির একটি তেল স্থাপনা হামলার শিকার হয়। ফলে তেলের দাম গত এক বছরেরও বেশি সময়ের মধ্য প্রতি ব্যারেল তেলের দাম প্রথমবারের মতো ৭০ মার্কিন ডলার ছাড়ায়। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা দেশটির তেল স্থাপনার ওপর “আরও তুমুল আঘাত” হানার কথা ঘোষণা করে। তেলের সরবরাহে গুরুতর বিঘ্ন সৃষ্টির কারণে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাহত হবে বলে সারা বিশ্ব উদ্বিগ্ন।

২০১৯ সালের সেপ্টেম্বর মাসে সৌদি আরবের গুরুত্বপূর্ণ অপরিশোধিত এক তেল স্থাপনা চালক-বিহীন বিমান হামলার শিকার হয়। প্রায় অর্ধেক অপরিশোধিত তেলের উত্পাদন কমে যায়। ফলে তখন তেলের দাম প্রায় ২০শতাংশ বেড়েছিল। চলতি বছরের মার্চ মাস থেকে ইয়েমেন সংকটসহ মধ্য-প্রাচ্য অঞ্চলের অস্থিতিশীল পরিস্থিতি এবং অধিকতর আঞ্চলিক নিরাপত্তা ও ভূরাজনীতি আন্তর্জাতিক তেলের দামকে প্রভাবিত করছে।

 

আঞ্চলিক উন্নয়নের ভারসাম্যহীনতা উদ্বেগজনক

 

বিশ্ব অর্থনৈতিক পুনরুদ্ধারের ভবিষ্যত আশাব্যাঞ্জক। কিন্তু আঞ্চলিক উন্নয়নের ভারসাম্যহীনতা উদ্বেগজনক। অনেক উন্নয়নশীল অর্থনৈতিক গোষ্ঠীর কিছু সংখ্যালঘিষ্ঠ উন্নত অর্থনৈতিক গোষ্ঠীর মতো অর্থনীতি পুনরুদ্ধার ত্বরান্বিত করার সামর্থ্য নেই। অর্থনৈতিক ভারসাম্যহীনতা তাদেরকে দ্বিতীয়বার ঝুঁকির সম্মুখীন করবে। এ রকম অর্থনৈতিক বৃদ্ধি কখনো স্থিতিশীল হয় না।

 

সংরক্ষণবাদ সমস্যা

গত এক বছরে বিশ্ব অর্থনীতির মারাত্মক ক্ষতি হয়েছে। উদ্বেগজনক বিষয় হলো, মহামারীর কারণে কিছু অর্থনৈতিক গোষ্ঠী আর্থিক চাপের সম্মুখীন হয়। এ সময়ে আবার সংরক্ষণবাদ জোরদার করা হয়।  অনেক অর্থনীতিবিদ মনে করেন, বিশ্বায়ন বিশ্ব অর্থনীতির স্থিতিস্থাপকতা বাড়ানোর জন্য অনুকূল হবে। কিন্তু সরবরাহ চেইন সমস্যা এবং অর্থনৈতিক ঝুঁকির বলির পাঁঠায় পরিণত হবে। সংরক্ষণবাদকে দমন করা না গেলে বিশ্ব অর্থনৈতিক পুনরুদ্ধার সীমাবদ্ধ হয়ে পড়তে পারে।

প্রেমা/এনাম