জাতিসংঘে ‘চীনা ভাষা দিবস’ অনুষ্ঠানের থিম সং প্রকাশ
2021-04-13 12:58:00

এপ্রিল ১৩: আজ (মঙ্গলবার) জাতিসংঘে ‘চীনা ভাষা দিবস’ উপলক্ষ্যে ভিডিও ফেস্টিভালের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষ্যে ‘বসন্তের ভাষা’ শীর্ষক থিম সং প্রকাশ করেছে চায়না মিডিয়া গ্রুপ- সিএমজি।

এ অনুষ্ঠানটি জাতিসংঘের জেনিভায় নিযুক্ত চীনের স্থায়ী  কার্যালয় এবং সুইজারল্যান্ডের অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি দল, জাতিসংঘের জেনিভা কার্যালয় এবং চায়না মিডিয়া গ্রুপের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন দেশের মানুষের চীনা ভাষায় তৈরি করা ভিডিও সংগ্রহের মাধ্যমে চীনা ভাষার প্রভাব প্রকাশ করা হয়।

জাতিসংঘে ‘চীনা ভাষা দিবস’ অনুষ্ঠানের থিম সং প্রকাশ_fororder_503d269759ee3d6d00fa0cac89013a2a4f4adebd

‘বসন্তের ভাষা’ গানটি পৃথিবীতে বসন্তকালের ফিরে আসা, সব কিছু পুনরুদ্ধার হওয়া এবং সহনশীল ও আশার কথা বলেছে। ২৮ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত চলবে এই কার্যক্রম। অংশগ্রহণকারীরা ছোট  ভিডিও’র মাধ্যমে বসন্তের গল্প তুলে ধরবেন। এই পর্যন্ত ব্রিটেন, ফ্রান্স, ইতালি, সুইজার‍ল্যান্ড, সুইডেন, যুক্তরাষ্ট্র, জাপান ও কেনিয়াসহ ১৩টি দেশের প্রায় ২৬০টি ভিডিও জমা পড়েছে। অংশগ্রহণকারীরা ভিডিও’র মাধ্যমে চীনা অক্ষরের সংস্কৃতি, খাদ্য সংস্কৃতি, কবিতার সৌন্দর্য এবং বসন্তের স্মৃতিসহ বিভিন্ন বিষয় তুলে ধরেছেন।

(শুয়েই/তৌহিদ/লিলি)