রোববারের আলাপন-বেইজিং শীত্কালীন অলিম্পিক গেমসের অনুশীলন
2021-04-18 21:59:34

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি এনাম এবং আকাশ।

আকাশ: বন্ধুরা, এপ্রিলের ১ থেকে ১০ তারিখ পর্যন্ত ২০২২ সালের বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের বরফ-ক্রীড়ার ধারাবাহিক অনুশীলনের আয়োজন করা হয়। অনুশীলনটি জাতীয় দ্রুতগতির স্কেটিং স্টেডিয়া, রাজধানী ব্যায়ামগার, জাতীয় সাঁতার কেন্দ্র, জাতীয় স্টেডিয়াম, ও উ খ্য সোং খেলাধুলা কেন্দ্রে অনুষ্ঠিত হয়। 

এতে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস ও শীতকালীন প্রতিবন্ধী  অলিম্পিক গেমসের আয়োজক সংগঠনটি, স্টেডিয়াম ব্যবস্থাপনা ও সেবা নিশ্চিত করাসহ সব কাজকর্মের অনুশীলন করে। বন্ধুরা, আমরা আজ এ নিয়ে আপনাদের সাথে কথা বলবো। কেমন?

গত ফেব্রুয়ারীতে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি বরফ-ক্রীড়ার  এ অনুশীলনের পরিকল্পনা করে। চীনের পেশাদার ও অপেশাদার খেলোয়াড়গণকে তাতে অংশ নিতে আহ্বান করা হয়। ফলে খেলোয়াড় ও কর্মকর্তা মিলে মোট ৭শ’র বেশি লোক এতে নিবন্ধন করেন।
 
বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির স্টেডিয়াম ব্যবস্থাপনা বিভাগের প্রধান ইয়াও হুই বলেন, অনুশীলনে স্টেডিয়ামের সুযোগ-সুবিধা, ক্রীড়া সংগঠন, স্টেডিয়ামের পরিচালনা ও ব্যবস্থাপনার ব্যবস্থা, ও মহামারী প্রতিরোধের বিষয়গুলো অধিক গুরুত্ব পায়। 

জাতীয় দ্রুতগতির স্কেটিং স্টেডিয়া হচ্ছে বরফ-ক্রীড়ার জন্য একমাত্র নতুন করে নির্মিত স্থান। এটি ১২ হাজার বর্গমিটার বড়। এর প্রথমবারের বরফ তৈরির কাজ শেষ হয়েছে। 

স্টেডিয়ামের ব্যবস্থাপনা দলের প্রধান জানান, বরফ তৈরিতে নিয়োজিত কর্মকর্তাদের মধ্যে আন্তর্জাতিক বিষশজ্ঞ ও চীনের প্রথম শ্রেনির বিশেষজ্ঞও রয়েছেন। এ ছাড়া, নতুনদেরকেও এতে অন্তর্ভূক্ত করা হয়েছে, যাতে ভবিষ্যতের জন্য তারা প্রশিক্ষণ নিতে পারে। 


পাশাপাশি, বিভিন্ন স্টেডিয়ামে নতুন প্রযুক্তিও প্রয়োগ করা হয়। উ খ্য সোং স্টেডিয়াম ব্যবস্থাপনা দলের প্রধান জানান, এ স্টেডিয়ামে ডিজিটাল থার্মোমিটার, ও রোবটসহ নানা নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।