চীনের স্বার্থবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে যুক্তরাষ্ট্র ও জাপানকে বেইজিংয়ের তাগিদ
2021-04-18 21:10:56

এপ্রিল ১৮: চীনের স্বার্থবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে যুক্তরাষ্ট্র ও জাপানকে তাগিদ দিয়েছে বেইজিং। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও জাপানের শীর্ষ নেতৃবৃন্দের সাক্ষাতের পর প্রকাশিত এক বিতর্কিত যৌথ বিবৃতি প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনৈক মুখপাত্র গতকাল (শনিবার) নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।

মুখপাত্র বলেন, তাইওয়ান ও তিয়াও ইউ দ্বীপপুঞ্জ হচ্ছে চীনের ভূখণ্ড এবং হংকং ও সিনচিয়াং হচ্ছে চীনের অভ্যন্তরীণ ব্যাপার। দক্ষিণ চীন সাগরসংশ্লিষ্ট দ্বীপসমূহ ও আশেপাশের সাগরেও চীনের সার্বভৌমত্ব প্রশ্নাতীত। যুক্তরাষ্ট্র ও জাপানের যৌথ বিবৃতি চীনের অভ্যন্তরীণ ব্যাপারে সুস্পষ্ট হস্তক্ষেপ এবং আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতিমালার পরিপন্থি। এই বিবৃতিতে চীন অত্যন্ত অসন্তুষ্ট এবং এর তীব্র বিরোধিতা করছে। 
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও জাপান মুখে মুখে ‘স্বাধীনতা’ ও ‘উন্মুক্তকরণ’-এর কথা বলে। কিন্তু বাস্তবে এই দুটি দেশ ‘ছোট বৃত্ত’ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে, যা এতদঞ্চলের তথা বিশ্বের শান্তি, উন্নয়ন ও সহযোগিতার পরিপন্থি। 
মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্র ও জাপানকে ‘এক চীন নীতি’ মেনে চলতে হবে, চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বন্ধ করতে হবে, চীনের স্বার্থবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। অন্যথায় চীন পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হবে। চীনের সরকার দৃঢ়ভাবে দেশের স্বার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থকে রক্ষা করে যাবে। (আকাশ/আলিম/শিশির)