চলতি বছরে কমপক্ষে ৩শ কোটি ডোজ করোনা টিকা উৎপাদন করতে চায় চীন
2021-04-21 14:06:45

চলতি বছরে কমপক্ষে ৩শ কোটি ডোজ করোনা টিকা উৎপাদন করতে চায় চীন_fororder_yimiao

এপ্রিল ২১: চলতি বছরে ৩০০ কোটি ডোজের বেশি করোনা টিকা উৎপাদন করতে চায় চীন। চীনের হাইনান প্রদেশে চলমান বোয়াও বার্ষিক সম্মেলনের এক পাশ্ববৈঠকে এ আশাবাদের কথা জানিয়েছেন সরকারের একজন কর্মকর্তা। কোভিড ১৯ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে চীনের স্টেট কাউন্সিলের অধীন টিকা উন্নয়ন দলের প্রধান চেন চোংওয়েই জানান, চীনের প্রতি বছরে এখন ৫ বিলিয়ন বা ৫০০ কোটি টিকা ডোজ টিকা উৎপাদনের সক্ষমতা আছে।

তিনি আরও জানান, করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে অগ্রাধিকার ভিত্তিতে করোনা টিকার গবেষণা ও উন্নয়নে জোর দিয়েছে। আর এ জন্য দেশটির ১০ টি গবেষণা বিভাগ নিরলস ১২টি টিকা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে। চলতি বছরের দ্বিতীয়ার্ধে বিশ্বকে আরও বেশি করোনা টিকা সরবরাহ করতে পারবে বলেও জানান ঐ কর্মকর্তা।

আজহার/শান্তা

 #করোনা_টিকা #চীনা_টিকা