করোনার ২৬ কোটি টিকা সরবরাহ করেছে সিনোভ্যাক
2021-04-21 20:24:04

করোনার ২৬ কোটি টিকা সরবরাহ করেছে সিনোভ্যাক_fororder_10

এপ্রিল ২১, সিএমজি বাংলা ডেস্ক: এখন পর্যন্ত বিশ্বে ২৬ কোটি করোনার টিকা সরবরাহ করেছে চীনা ভ্যাকসিন নির্মাণ প্রতিষ্ঠান সিনোভাক। এর মধ্যে ৬০ শতাংশেরও বেশি টিকা বিদেশে সরবরাহ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বোয়াও ফোরামের উপ-ফোরামটির এশিয়া বার্ষিক সম্মেলনে এসব তথ্য জানান সিনোভাকের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইন ওয়েইডং। 
সিনোভ্যাক ভ্যাকসিনের গবেষণা ও বিকাশে বিদেশী সংস্থাগুলোর সঙ্গে কাজ করেছে এবং বিশ্বব্যাপী করোনার টিকা উৎপাদনে প্রযুক্তি সহায়তা প্রদান করার কথা জানিয়ে তিনি বলেন, যেসব দেশে ভ্যাকসিন নিয়ে গবেষণা করার ক্ষমতা নেই সেসব দেশে করিগরি ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করেছে সিনোভ্যাক। সিনোভাক এখন প্রতিদিন ছয় মিলিয়নেরও বেশি ভ্যাকসিন ডোজ তৈরি করছে এবং বিশ্বব্যাপী প্রায় ৪০ টি দেশে জরুরি ব্যবহারের জন্য লাইসেন্স পেয়েছে বলেও তিনি জানান। 
তানজিদ/শান্তা 
তথ্য: সিনহুয়া