‘সংক্রমণ আরো বাড়লে সামাল দেয়া সম্ভব নয়’: বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী
2021-04-22 18:39:38

‘সংক্রমণ আরো বাড়লে সামাল দেয়া সম্ভব নয়’: বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী_fororder_11

ঢাকা, এপ্রিল ২২: অসচেতনার কারণেই করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, নানা সীমাবদ্ধতা সত্ত্বেও অল্প সময়ের মধ্যে সরকার করোনা চিকিৎসায় বেড সংখ্যা আড়াই হাজার থেকে ৭ হাজারে উন্নীত করেছে। এ চেয়ে আরও বেশি রোগী বাড়লে সরকারের পক্ষে সামাল দেয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। বৃহস্পতিবার সকালে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। 
তিনি বলেন, “মরা আর কত চিকিৎসা দেব, হাসপাতলে আর কত শয্যা বাড়াবো। কত হাই ফ্লো নেজাল ক্যানোলা দেব, আমরা কত অক্সিজেনের ব্যবস্থা করবো। হাসপাতালতো আর রাতারাতি বৃদ্ধি করা যায় না। হাসপাতালের বেডওতো রাতারাতি বাড়ানো যায় না। তারপরও আমরা এই অল্প সময়ের মধ্যে আড়াই হাজার বেড থেকে ৭/৮ হাজার বেড বৃদ্ধি করেছি। দশ গুণ রোগীও আমরা সামাল দিতে সক্ষম হয়েছি। কিন্তু তারপরও বাড়লে আর সম্ভব হবে না।”
করোনার দ্বিতীয় ঢেউ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানান, “করোনার দ্বিতীয় ঢেউ দেশের মানুষকে নানা সংকটে ফেলেছে। অতিমাত্রায় বৃদ্ধির ফলে দেশে জরুরি লকডাউন চলছে। লকডাউন সংক্রান্ত সরকারের সকল নির্দেশনা সবাইকে যথাযথভাবে অনুসরন করতে হবে। একই সাথে দেশে কেন ও কিভাবে করোনায় দ্বিতীয় ঢেউ এলো এবং এভাবে বৃদ্ধি পেলো সেটিও ভাবতে হবে। এখন দেশের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে এবং ভবিষ্যতে যাতে আবার করোনার তৃতীয় ঢেউ চলে আসতে না পারে সেদিকেও এখন থেকে সতর্ক থাকতে হবে।”


এবারের পুষ্টি সপ্তাহ আগামী ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত চলবে। এ সময়েরর মধ্যে দেশের বিভিন্ন কেন্দ্রে ৭ দিন ব্যাপী ৭ ধরনের স্বাস্থ্য সেবা দেয়া হবে। এ বছর জাতীয় পুষ্টি সপ্তাহের প্রতিপাদ্য রাখা হয়েছে- “খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথা ভাবুন’’। 
আজহার/ সাজিদ