সর্বাত্নক লকডাউনে কমেছে সংক্রমণ হার
2021-04-22 18:40:45

সর্বাত্নক লকডাউনে কমেছে সংক্রমণ হার_fororder_12

ঢাকা, এপ্রিল ২২: সর্বাত্নক লকডাউনের পর বাংলাদেশে করোনায় শনাক্তের হার কমতে শুরু করেছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তির তথ্য বিশ্লেষণ করে এ পর্যবেক্ষণ পাওয়া গেছে। নিয়মিত পাঠানো সরকারি হিসেবে দেখা গেছে গেল সপ্তাহের চেয়ে সংক্রমণের হার থেকে অন্তত ৫ শতাংশ কমেছে। 
চলতি সপ্তাহের শেষ দিনে যেখানে প্রতি ১০০টি নমুনায় ২১ জনের করোনা শনাক্ত হয়েছে সেখানে সপ্তাহের শেষ দিন ২১ এপ্রিল শনাক্তের এ হার ছিলো ১৫ শতাংশ। সরকারি তথ্য বিশ্লেষণে দেখা যায়, গেল সপ্তাহের দ্বিতীয় দিন শুক্রবার শনাক্তের হার ছিলো সবচেয়ে বেশি ২৩ শতাংশ। এরপর থেকেই কমতে শুরু করেছে আক্রান্ত শনাক্তের হার। 
বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় ৫৩ লাখ করোনা পরীক্ষা সম্পন্ন হয়েছে। বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৭ লাখ। 
বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গেছে ১০ হাজার। সরকারি হিসেবে প্রতি দুইশ জন করোনা রোগীর মধ্যে গড়ে ২ ৩ জন রোগী মারা যাচ্ছেন। এ নাগাদ আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন প্রায় সাড়ে ৬ লাখ করোনা রোগী।
আজহার/ সাজিদ