২০৬০ সালের মধ্যে কার্বন নিরপেক্ষ দেশ হবে চীন: সি চিন পিং
2021-04-23 01:51:05

এপ্রিল ২২: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে প্রেসিডেন্ট সি চিন পিং বেইজিং থেকে এক ভিডিও সংযোগের মাধ্যমে বিশ্ব জলবায়ু শীর্ষ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এতে তিনি “মানুষ ও প্রকৃতির যৌথ কমিউনিটি প্রতিষ্ঠা”শীর্ষক এক গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন। 

তিনি বলেন, চীন পরিবেশ সভ্যতার চিন্তাধারাকে অনুসরণ করে নতুন উন্নয়নের ধারণা বাস্তবায়ন করছে। পরিবেশের সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে সবুজায়ন বাড়িয়ে ও কার্বন নিঃসরণ কমিয়ে উন্নয়নের পথে এগিয়ে যাবে চীন। 

তিনি আরো বলেন, আগামি ২০৩০ সাল থেকে কার্বন নিঃসরণ কমাতে শুরু করবে এবং ২০৬০ সালের মধ্যে কার্বন নিরপেক্ষ দেশে পরিণত হবে চীন। চীনের নির্ধারিত সময় অনেক উন্নত দেশের লক্ষ্যমাত্রা চেয়ে অনেক কম। তা বস্তবায়নে চীনকে কঠোর পরিশ্রম করতে হবে।

(আকাশ/এনাম/শিশির)