বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলার ভিত্তি হচ্ছে দায়িত্ব শেয়ার করার নীতি : সি চিন পিং
2021-04-23 01:52:31

এপ্রিল ২২: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে প্রেসিডেন্ট সি চিন পিং বেইজিং থেকে এক ভিডিও সংযোগের মাধ্যমে বিশ্ব জলবায়ু শীর্ষ সম্মেলনে উপস্থিত ছিলেন।এতে তিনি “মানুষ ও প্রকৃতির যৌথ কমিউনিটি প্রতিষ্ঠা” শীর্ষক এক গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন।

তিনি বলেন, বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলার ভিত্তি হচ্ছে দায়িত্ব শেয়ার করার পাশাপাশি দায়িত্বের পাথ্যর্ক বজায় রাখার নীতি। জলবায়ু পরিবর্তন মোকাবিলার খাতে উন্নয়নশীল দেশসমূহের অবদানের  ইতিবাচক মুল্যায়ন করা উচিত। পাশাপাশি, তাদের সমস্যাও বিবেচনা করা উচিত।

তিনি বলেন, উন্নত দেশসমূহের আরো বেশি উচ্চাশা ও বাস্তব কর্মকাণ্ড গ্রহণ করা উচিত। সবুজায়ন ও কার্বন নিঃসরণ কমাতে উন্নয়নশীল দেশগুলোকে তাদের বাস্তব সাহায্য করা উচিত। 
(আকাশ/এনাম/শিশির)