সুরের ভূবন
2021-08-20 11:10:36

প্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন সুদূর বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের ‘সুরের ভূবন’ অনুষ্ঠান। পরিবেশন করছি আমি লিলি।

 

আমাদের প্রায় সকলেই গান পছন্দ করে।  অনেকেরই রয়েছে গান শোনার অভ্যাস। সময় পেলে বা ক্লান্তি দূর করতে আমরা নিজ নিজ পছন্দের গান ভাণ্ডার থেকে গান শুনে থাকি। কোনো কোনো গান আবার সবার কাছে সমান জনপ্রিয়। আসলে সঙ্গীতে প্রত্যেকের নিজস্ব স্বাদ রয়েছে। যেমন, রকসঙ্গীত, পপসঙ্গীত, ক্ল্যাসিকাল সঙ্গীতের একেকটি একক জনের পছন্দ। কারো আবার একাধিক পছন্দও রয়েছে।

সুরের ভূবন_fororder_胡夏

এখন আমি চীনা কন্ঠশিল্পী হু সিয়ার গাওয়া ‘লম্বা মহাপ্রাচীর’ গানটি আপনাদের শোনাবো। গানের কথায় বলা হয়: সবাই বলেন, মহাপ্রাচীরের পাশে জন্মস্থান। তুমি জানো, মহাপ্রাচীর কত লম্বা? সবাই বলেন, মহাপ্রাচীরের ভেতর ও বাইরে হাজার হাজার ফুলের রয়েছে অনেক সুভাস। তুমি জানো, মহাপ্রাচীর দিয়ে কত বাতাস ও হিম পার হয়ে যায়? অবশেষে সূর্য মহাপ্রাচীরকে আলোকিত করে। আসুন, সবাই মিলে গানটি শোনা যাক।

প্রিয় বন্ধুরা, আমি এখন ‘চীনের কমিউনিস্ট পার্টির জন্য একটি গান গাইবো’ শিরোনামের গানটি শোনাবো আপনাদের । চলতি বছর হলো চীনের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার শততম বার্ষিকী। পার্টির নেতৃত্বে চীনা জনগণ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ধনী এবং শক্তিশালী হচ্ছে। গানের কথায় ফুটে ওঠেছে চীনের কমিউনিস্ট পার্টির বিজয় গাথা। পার্টিকে মায়ের সাথে তুলনা করা হয়েছে।

 

এখন আমি যে গানটি শোনাবো সেটি হলো ‘১৯২১’ নামে একটি চলচ্চিত্রের থিম সোং। গানের নাম হলো ‘আন্তর্জাতিক গান’। ‘১৯২১’ চলচ্চিত্রটি সিপিসি’র প্রথম প্রতিনিধি সম্মেলনের প্রেক্ষাপটে তৈরি। এতে শত বছর আগে সিপিসি’র ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো তুলে ধরা হয়েছে। আচ্ছা, এখন সবাই মিলে গানটি শোনা যাক।

সুরের ভূবন_fororder_張靚穎

প্রিয় বন্ধুরা, এখন আমি চীনের জনপ্রিয় কন্ঠশিল্পী চাং লিয়াং ইংয়ের গাওয়া ‘ভুলে না যাওয়া’ গানটি শোনাবো। আশা করি, সবাই গানটি পছন্দ করবেন।

 

গানে বলা হয়, বাদ্যযন্ত্র বাজিয়ে সুরে সুরে তোমার কথা মনে পড়ে। হে আমার পুরনো বন্ধু, তুমি কবে ফিরে আসবে? তোমার সঙ্গে সবখানে ঘুরে বেড়ানোর স্মৃতি কখনো ভুলে যাবো না। ভুলে যাওয়ার ইচ্ছেও আমার নেই। আচ্ছা, এখন গানটি শুনুন তাহলে।

প্রিয় বন্ধুরা, এখন আমি যে গানটি শোনাবো সেটির নাম হলো ‘জন্মস্থানের মেঘ’। গানে জন্মস্থানের প্রতি মানুষের সুগভীর ভাবানুভূতি প্রকাশিত হয়েছে। গানের কথায় বলা হয়, আকাশে জন্মস্থানের মেঘ ভেসে ওঠে। তা বারবার আমাকে ডেকে থাকে। পাশে মৃদুমন্দ বাতাস বইছে। আমার কানে একটি কন্ঠস্বর ধ্বনিত হয়--ফিরে এসো, ফিরে এসো। বিশ্বজুড়ে ঘুরে বেড়ানো মানুষ আমি। আচ্ছা, এখন গানটি শোনা যাক।

সুরের ভূবন_fororder_雲

প্রিয় বন্ধুরা, এখন আমি চীনের জনপ্রিয় কন্ঠশিল্পী লিন চি সুয়েনের গাওয়া সুন্দর একটি গান শোনাবো, আর গানের নাম হলো ‘আগের মতো’। সময় পার হলেও আশা করি, আমরা আগের মতোই নিজের মনকে বজায় রাখতে পারবো। আচ্ছা, গানটি শোনা যাক।

 

প্রিয় বন্ধুরা, এখন আমি ‘বর্জ্যকে ধন-সম্পদে পরিণত করা’ শিরোনামে একটি গান শোনাবো। চীনের জনপ্রিয় কন্ঠশিল্পী সুয়ে চি ছিয়েন এ গানটি গেয়েছেন। গানের কথায় রয়েছে: আশা করি, একদিন আমার ডানা গজাবে। মহাবিশ্বের বিশাল সাগরে সাঁতার কাটতে পারবো। অক্সিজেন ছাড়া শুধুমাত্র আলোর ওপর নির্ভর করে চলব। আশা করি, এই বিশ্বে আর ঝগড়া হবে না। পৃথিবীর সবকিছু ঘুমিয়ে না-যাওয়া পর্যন্ত অপেক্ষা করি আমি। তারপর তোমাকে আলিঙ্গন করি। গানটি শুনুন।

 

প্রিয় বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে আমি আপনাদের ‘তোমার উত্তর’ নামের গান শোনাবো। গানের কথায় অতীতে ফিরে যাওয়ার কথা বলা হয়। যদি আমি সেই দিনে ফিরে যেতে পারতাম, তাহলে আমি সেই তরুণকে জিজ্ঞেস করতাম, এই পথ কত কষ্টকর? সে কি এগিয়ে যেতে পারবে? যদি আমি সেই দিনে ফিরে যেতে পারতাম, তাহলে আমি জিজ্ঞেস করতাম, রক্তের বিনিময়ে কি বিশ্বাস পাওয়া যায়? তুমি কি সেই শপথ করতে পারবে? আসুন, এখন সবাই মিলে গানটি উপভোগ করবো।

 

প্রিয় বন্ধুরা, আজকের সুরের ভূবন অনুষ্ঠান এ পর্যন্তই। সঙ্গে থাকায় অসংখ্য ধন্যবাদ।

 

লিলি/এনাম