আকাশ ছুঁতে চাই ৩৭
2021-09-02 18:28:15

আকাশ ছুঁতে চাই ৩৭

বাল্যবিয়ে ও শিশুশ্রম থেকে  বাঁচাতে হবে মেয়েশিশুকে

কী থাকছে এবারের পর্বে

১.করোনায় শিশুশ্রম ও বাল্যবিয়ে বাড়ছে-প্রতিবেদন

২.সাক্ষাৎকার: জেন্ডার স্পেশালিস্ট সেলিনা আহমেদ এনা

৩. চীনের শীর্ষ ধনী নারী

৪. গান: উলান থুইয়া, শিরোনাম: ইয়ালু চাংপো নদী

৫.  এক্সেসরিজের ব্যবসায় এগিয়ে যাচ্ছেন সিরিয়ার দুই নারী

চীন আন্তর্জাতিক বেতারের ঢাকা স্টেশন থেকে প্রচারিত আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। কেমন আছেন আপনারা? আশাকরি সবাই ভালো আছেন, সুস্থ আছেন।

আমাদের অনুষ্ঠানে আমরা সবসময় কথা বলি  নারী ও শিশুর সমস্যা, সম্ভাবনা, সংকট ও সাফল্য নিয়ে।

করোনায় আয় কমার পাশাপাশি বেড়েছে দারিদ্র্যও। ফলে, সংসারের ঘানি টানতে শিশুশ্রমিকের সংখ্যা বেড়েছে কয়েকগুণ। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবং পরিবারের উপার্জন কমে যাওয়ায় বাল্য বিয়ের হারও বেড়েছে। বিস্তারিত প্রতিবেদনে

করোনায় বাড়ছে শিশুশ্রম ও বাল্যবিয়ে

 

আকাশ ছুঁতে চাই ৩৭_fororder_a1

আকাশ ছুঁতে চাই ৩৭_fororder_a2.jpg

দুরন্ত শৈশবকে পেছনে ফেলে দেশের অনেক শিশুই পেটের দায়ে শ্রমিকের খাতায় নাম লেখাচ্ছে। উপার্জন হারানো বাবা-মায়ের পাশে দাঁড়াতে ছোট ছোট শিশুদের বিভিন্ন কাজে যুক্ত হতে হচ্ছে।  জাতিসংঘ বলছে, করোনাভাইরাস পরিস্থিতির কারণে আরও লাখ লাখ শিশু-কিশোর একই ভাগ্য বরণ করার ঝুঁকিতে রয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘের আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও  ও শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ যৌথভাবে প্রতিবেদনটি প্রকাশ করে।বিশ্লেষকরা মনে করেন, করোনা মহামারিতে নিম্ন আয়ের মানুষ কর্মহীন হয়ে পড়ায় ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে। মানুষকে যদি দারিদ্র্যের ঝুঁকি থেকে মুক্ত করতে দ্রুত পদক্ষেপ গ্রহণ না করা হয়, তবে প্রায় কোটি শিশু আগামী দুই বছরে শিশুশ্রমে যুক্ত হতে বাধ্য হবে। এরমধ্যে মেয়েশিশুরা আরও বেশি ঝুঁকিতে রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বে চার বছরে শিশু শ্রমিক বেড়েছে ৮৪ লাখ। বাংলাদেশের গত ৮ বছরের পরিসংখ্যান অনুযায়ী দেশের প্রায় অর্ধ কোটি শিশু বিভিন্ন পেশায় জড়িত রয়েছে। তবে করোনায় সেই সংখ্যাটি কয়েকগুণ বেড়ে দাঁড়িয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা।

দেশে ঝুকিপূর্ণ শিশু শ্রম নিরসনে বিভিন্ন ধাপে প্রকল্প চলছে প্রায় ২ দশক ধরে। টেকসই উন্নয়ন লক্ষ্যের অংশ হিসেবে ২০২৫ সাল নাগাদ দেশ থেকে সম্পূর্নরুপে শিশু শ্রম নিরসনের পরিকল্পনাও রয়েছে বাংলাদেশ সরকারের। বাল্যবিয়ের কবল থেকে মেয়েশিশুদের মুক্ত করার জন্যও চলছে অনেক প্রকল্প।

সাক্ষাৎকার

বাল্যবিয়ে ও শিশুশ্রম থেকে  বাঁচাতে হবে মেয়েশিশুকে

আকাশ ছুঁতে চাই ৩৭_fororder_a3

 

 করোনাকালে মেয়েশিশুদের বাল্যবিয়ের ঝুঁকি, শিশুশ্রম এবং সংশ্লিষ্ট প্রসঙ্গে আমরা কথা বলছি জেন্ডার বিশেষজ্ঞ সেলিনা আহমেদ এনার সঙ্গে। তিনি ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি প্রোগ্রামের প্রধান। ভার্চুয়ালি তিনি যোগ দেন অনুষ্ঠানে। সাক্ষাৎকারে সেলিনা আহমেদ এনা তুলে ধরেন করোনার কারণে মেয়েশিশুদের গৃহশ্রম ও বাল্যবিয়ের ঝুঁকি বৃদ্ধির বিষয়টি। করোনা মহামারীর কারণে দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ রয়েছে। প্রান্তিক জনগোষ্ঠির মানুষ অনেকে কাজ হারিয়েছেন। ফলে প্রান্তিক অবস্থানের অনেক পরিবারের আয় কমে গেছে। এর চাপ পড়েছে শিশুদের উপর। অনেক শিশুই হয়তো আর স্কুলে ফিরতে পারবে না। তারা যুক্ত হয়ে যাচ্ছে বিভিন্ন শ্রমের সঙ্গে। অপেক্ষাকৃত ভঙ্গুর অবস্থানের কারণে মেয়ে শিশুর উপর এই মহামারীর বিরূপ ফল আরও বেশি করে পড়ছে। তারা বাল্যবিয়ের শিকার হচ্ছে। শিকার হচ্ছে সহিংসতার। তাদেরকে গৃহশ্রমিক হিসেবেও নিযুক্ত করে দেয়া হচ্ছে। শেষ হয়ে যাচ্ছে তাদের শিক্ষাজীবন, শারিরীক ও মানসিক বিকাশের সকল সম্ভাবনা।

সেলিনা আহমেদ আরেকটি বিষয়েও আলোকপাত করেন। নিম্নমধ্যবিত্ত পরিবারের অনেক মেয়ে শিশুর ওপরও কিন্তু গৃহশ্রমের বাড়তি চাপ পড়েছে করোনাকালে। স্কুল বন্ধ। ঘরের কাজের বাড়তি দায়িত্ব এসে পড়েছে পরিবারের মেয়ে শিশুর ওপর। এখানে রয়েছে জেন্ডার বৈষম্য।

প্রান্তিক অবস্থানের মেয়েশিশুদের আবার স্কুলে ফিরিয়ে আনা, তাদের বাল্য বিয়ের হাত থেকে বাঁচানোর জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি। চাই সরকারি বেসরকারি সক্রিয় ভূমিকা। বাল্যবিয়ে প্রতিরোধে দরকার স্থানীয় সরকারের অগ্রণী ভূমিকা। স্থানীয় সরকার কি সেই ভূমিকা পালন করতে পারছে? এজন্য জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। শিশু অধিকার সনদ বাস্তবায়নে এখন সরকারি ও বেসরকারি উদ্যোগ দরকার জরুরি ভিত্তিতে। সংঘবদ্ধ শক্তি ছাড়া এটা সম্ভব নয়।

আকাশ ছুঁতে চাই ৩৭_fororder_a4

সুপ্রিয় শ্রোতা আপনারা শুনছেন চীন আন্তজার্তিক বেতার থেকে প্রচারিত অনুষ্ঠান আকাশ ছুঁতে চাই।

চীনের নারীরা তাদের পরিশ্রম ও উদ্ভাবনী শক্তিতে  ব্যবসা বাণিজ্যে শক্ত অবস্থান গড়ে নিয়েছেন্। চীনের বিখ্যাত অর্থনীতি বিষয়ক পত্রিকা  নিউ  ফরচুন সম্প্রতি সে দেশের ধনী নারীদের একটি তালিকা প্রকাশ করেছে। চলুন জেনে নেই একটি প্রতিবেদনে।

চীনের শীর্ষ ধনী নারী

আকাশ ছুঁতে চাই ৩৭_fororder_a5

চীনের শীর্ষ ধনী নারী  ইয়াং হুই ইয়ান

 

চীনে প্রথমসারির ম্যাগাজিন নিউ ফরচুন ২০২১ সালের ধনী চীনা নারীদের একটি তালিকা করেছে। সেখানে ৩৩জন নারীর নাম উঠে এসেছে যাদের মিলিত সম্পদের পরিমাণ ১.২১ ট্রিলিয়ন ইউয়ান বা ১৮৭.১০ বিলিয়ন মার্কিন ডলার। ধনী পুরুষরা টেলিকমিউনিকেশনস, মিডিয়া এবং প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান, মেশিনারি ও কেমিকেল ইঞ্জিনিয়ারিংভিত্তিক কোম্পানিতে বিনিয়োগ করেছেন বেশি। অন্যদিকে  ধনী নারীরা গড়ে তুলেছেন মেডিকেল এবং বায়োলজিকাল ইন্ডাস্ট্রি। তাদের অনেকেই মেডিকেল বায়োলজি অথবা কেমিস্ট্রি বিষয়ে লেখাপড়া করেছেন। নিউ ফরচুনের তালিকায় চীনের শীর্ষ ধনী নারী হলেন ইয়াং হুই ইয়ান। তিনি কান্ট্রি গার্ডেন প্রতিষ্ঠানে ভাইস চেয়ার ওম্যান। তার সম্পদের পরিমাণ ১৮০.৩৬ বিলিয়ন ইউয়ান।

আকাশ ছুঁতে চাই ৩৭_fororder_a6

দ্বিতীয় শীর্ষ ধনী নারী ওয়াং লাইছুন

 

দ্বিতীয় স্থানে রয়েছেন ওয়াং লাইছুন। তিনি লাক্সশেয়ার প্রিসিশন কোম্পানির চেয়ারওম্যান। তার সম্পদের পরিমাণ ১৪১.১৪ বিলিয়ন ইউয়ান।

তৃতীয় শীর্ষ ধনী নারী হলেন উ ইয়াজুন। তিনি লংফোর প্রোপারটিসের চেয়ারওম্যান। তার সম্পদের পরিমাণ ১০১.২৮ বিলিয়ন ইউয়ান। এই নারীরা তাদের ব্যবসায়িক দূরদর্শিতা এবং পরিশ্রমে এই অবস্থানে পৌছেছেন যা অন্য অসংখ্য উদ্যোগী ও ব্যবসায়ী নারীর জন্য প্রেরণা হিসেবে কাজ করছে।

আকাশ ছুঁতে চাই ৩৭_fororder_a7

তৃতীয় শীর্ষ ধনী নারী  উ ইয়াজুন

 

সুপ্রিয় শ্রোতা এখন শুনবেন চীনের বিখ্যাত কণ্ঠশিল্পী উলান থুইয়ার কণ্ঠে  একটি গান । উলান থুইয়া চীনের স্বায়ত্বশাসিত অঞ্চল ইনার মঙ্গোলিয়ার এথনিক গ্রুপ মঙ্গোলীয় জাতিগোষ্ঠির নারী এবং তিনি তার জাতির সংস্কৃতিকে তুলে ধরেন। তিনি যে গানটি পরিবেশন করছেন তার শিরোনাম ইয়ালু চাংপো নদী।

আকাশ ছুঁতে চাই ৩৭_fororder_a8

আকাশ ছুঁতে চাই ৩৭_fororder_a9

 

এক্সেসরিজের ব্যবসায় এগিয়ে যাচ্ছেন সিরিয়ার দুই নারী

আকাশ ছুঁতে চাই ৩৭_fororder_a10

আকাশ ছুঁতে চাই ৩৭_fororder_a11

এক দশকেরও বেশি সময় ধরে যুদ্ধ পরিস্থিতির কারণে সিরিয়ার নারীদের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এর মধ্যেও অনেকে চেষ্টা করছেন ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে টিকে থাকতে এবং পরিবারের ভাগ্য ফেরাতে। শুনুন এমন দুজন নারীর জীবন সংগ্রামের কথা।

সিরিয়ার দামাস্কাস শহরের দরিদ্র এলাকায় বাস করেন রামা খলিল নামে এক উদ্যোগী নারী। ২৭ বছর বয়সী রামা খলিল একজন মিডিয়া গ্র্যাজুয়েট। কিছুদিন মিডিয়ায় চাকরিও করেছেন। কিন্তু স্বল্প বেতনে সংসার চালানো ছিল মুশকিল। তিনি ফ্রিল্যান্স ফটো জার্নালিস্ট হিসেবে কাজ করার সিদ্ধান্ত নিয়ে চাকরি ছেড়ে দেন। পাশাপাশি শুরু করেন একসেসরিজ তৈরির ব্যবসা। নারীদের জন্য সস্তা কিন্তু সুন্দর সামগ্রী দিয়ে দৃষ্টি নন্দনভাবে তৈরি করেন হার, দুল, চুড়ি, ক্লিপ ইত্যাদি সামগ্রী। নিজের বাড়ির সাথেই স্থাপন করেন ছোট্ট একটি কারখানা। সেখানে কাজ পায় আরও কিছু নারী। তারা সেখানে কাজ শিখতেও পারছে।

দামাস্কাস শহরের অন্য এলাকায় বাস করেন আথারা দাবুল নামে একজন ফার্মাসিস্ট নারী।ফার্মেসি বিষয়ে ডিগ্রি পেলেও ওই বিষয়ে চাকরির বাজার খুবই সীমিত বিশেষ করে নারীর জন্য । তিনি তাই নানা রকম এক্সসরিজ তৈরি করে নিজস্ব আয়ের পথ খুঁজে নিয়েছেন। তিনি কাগজ দিয়ে নানা রকম ধর্মীয় বাণী  লেখা ওয়াল হ্যাংগিং, শিশুদের লকেট ইত্যাদি তৈরি করেন। এভাবে তারা যুদ্ধবিধ্বস্ত জীবনে নিজেদের পাশাপাশি অন্য নারীদের জন্য খুলে দিচ্ছেন বেঁচে থাকার পথ। 

প্রিয় শ্রোতা আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌছে গেছি আমরা। অনুষ্ঠানটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কিন্তু। আমাদের অনুষ্ঠান আপনারা সবসময় শুনতে পাবেন, ঢাকায় এফ এম ১০২ এবং চট্টগ্রামে এফ এম ৯০ মেগাহার্টজে এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজে। জেনে নিন আমাদের ইমেইল অ্যাডরেস, cmg.bangla@gmail.com আমাদের ফেসবুক পেজ facebook.com/CRIbangla এবং facebook.com/CMGbangla এবংআমাদের সাক্ষাৎকারগুলো ইউটিউবে দেখতে পাবেন। youtube.com/CMGbangla.

আজ এ পর্যন্তই। সুস্থ থাকুন ভালো থাকুন। আবার কথা হবে। চাই চিয়েন।

সার্বিক  সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী

লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া

করোনায় বাড়ছে শিশুশ্রম ও বাল্যবিয়ে প্রতিবেদন: রওজায়ে জাবিদা ঐশী

চীনের শীর্ষ ধনী নারী এবং এক্সেসরিজের ব্যবসায় এগিয়ে যাচ্ছেন সিরিয়ার দুই নারী প্রতিবেদন দুটি করেছেন শান্তা মারিয়া

অডিও সম্পাদনা:  রওজায়ে জাবিদা ঐশী