‘গত রাতের তারা’
2021-09-19 17:22:58

‘গত রাতের তারা’_fororder_gao

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী কাও শেং মেই’র সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

কাও শেং মেই, ১৯৬৯ সালের ২৭ জানুয়ারি চীনের তাইওয়ান প্রদেশের কাওসিয়ুং শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন তাইওয়ানের একজন বিখ্যাত নারী কণ্ঠশিল্পী।

 

১৯৮৫ সালে কাও শেং মেই নিজের প্রথম অ্যালবাম ‘বিশেষ সম্পর্ক’ প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে যোগ দেন। ১৯৯০ সালের ফেব্রুয়ারি মাসে কাও শেং মেই-এর অ্যালবাম ‘ছয়টি স্বপ্ন’ বাজারে আসে। ২০০৫ সালে কাও শেং মেই বেইজিংয়ে নিজের ব্যক্তিগত কনসার্ট আয়োজন করেন।

 

বন্ধুরা, এখন শুনুন কাও শেং মেই-এর গান ‘গত রাতের তারা’। গানের কথাগুলো এমন: গত রাতে, রাতের তারা খসে পড়েছে। সেই ছায়াপথ অদৃশ্য হয়ে গেছে। মনে করতে চাই, তবে ভুলে গেছি। ভালোবাসা হলো চিরস্থায়ী তারা, সেই ছায়াপথে পড়ে যাবে না।

আচ্ছা, শুনুন গানটি।

বন্ধুরা, এখন শুনুন কাও ছেং মেই-এর গান ‘পাহাড়ের প্রেমের গান’। গানের কথাগুলো এমন: কত দুঃখ, কত অশ্রু, সব তোমার জন্য। তোমার জন্য তাইপেই শহরে এসেছি। তোমার জন্য গাই গাই। মনের ভেতর তুমি, কোথায় আছো। তুমি কেন আমাকে বোঝো না।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন কাও শেং মেই-এর গান ‘তোমাকে ভালোবাসি বলতে পারি না’। গানের কথায় বলা হয়: তোমাকে ভালোবাসার কথা বলতে পারি না। আমি জানি না, কি বলতে পারি। তোমাকে ভালোবাসার কথা বলতে পারি না। সারাদিন তোমাকে দেখি না। তুমি জানো কি? আমি তোমাকে ভালোবাসি?

আচ্ছা, শুনুন গানটি।

 

বন্ধুরা, এখন শুনুন কাও শেং মেই-এর গান ‘ভালোবাসার গান ১৯৯০’। গানের কথাগুলো এমন: তোমার কালো চোখ এবং তোমার সুন্দর মুখ। ভুলে যাই না, তোমার চেহারা। হাল্কা পুরানো সময়, এভাবেই চলে যায়। কীভাবে ভুলে যাই, তোমার চেহারা। পিছন দিকে তাকাই, অনেক বছর পার হয়ে গেছে।

আচ্ছা, শুনুন গানটি।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী কাও শেং মেই-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)