থিয়ানচৌ-৩ কার্গো মহাকাশযান উত্ক্ষেপণ মিশন সফল হয়েছে
2021-09-20 18:49:22

থিয়ানচৌ-৩ কার্গো মহাকাশযান উত্ক্ষেপণ মিশন সফল হয়েছে_fororder_長征

থিয়ানচৌ-৩ কার্গো মহাকাশযান উত্ক্ষেপণ মিশন সফল হয়েছে_fororder_長征

 

থিয়ানচৌ-৩ কার্গো মহাকাশযান উত্ক্ষেপণ মিশন সফল হয়েছে_fororder_長征2

সেপ্টেম্বর ২০: আজ (সোমবার) বিকেলে থিয়ানচৌ-৩ কার্গো মহাকাশযান সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে।

সোমবার বিকেল ৩টা ১০ মিনিটে থিয়ানচৌ-৩ কার্গো মহাকাশযানটি লং মার্চ-৭ ওয়াই ৪ পরিবাহক রকেটের মাধ্যমে চীনের ওয়েন ছাং কেন্দ্র থেকে উত্ক্ষেপণ করা হয়। প্রায় ৫৯৭ সেকেন্ড পর মহাকাশযানটি রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে নির্ধারিত কক্ষপথে প্রবেশ করে। বিকেল ৩টা ২২ মিনিটে মহাকাশযানের সোলার উইন্ডসার্ফিং বোর্ড সুষ্ঠুভাবে চালু হয় এবং স্বাভাবিকভাবে কাজ শুরু করে।

 

এটি চীনের মানববাহী মহাকাশ প্রকল্পের বিশতম উত্ক্ষেপণ মিশন এবং লং মার্চ ধারাবাহিক পরিবাহক রকেটের ৩৮৯তম উড্ডয়ন।

(লিলি/তৌহিদ/শুয়েই)