‘তোমাকে ছাড়া’
2021-09-20 19:35:33

‘তোমাকে ছাড়া’_fororder_han

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী হান পাও ই’র সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

হান পাও ই, ১৯৬৫ সালের ১ জুন চীনের তাইওয়ান প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি হলেন তাইওয়ানের একজন বিখ্যাত নারী কণ্ঠশিল্পী। ১৯৮২ সালের জানুয়ারি মাসে, তাঁর প্রথম অ্যালবাম ‘কালো চোখ’ প্রকাশিত হয়, এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে যোগ দেন।

 

১৯৮৩ সালে হান পাও ই’র তৃতীয় অ্যালবাম ‘যখন তুমি আমার পাশ থেকে চলে গেছো’ বাজারে আসে। ১৯৮৬ সালে তাঁর আরেকটি অ্যালবাম ‘কুয়াশা’ প্রকাশিত হয়। ১৯৮৭ সালে তাঁর অ্যালবাম ‘গোলাপি রংয়ের স্মৃতি’ মুক্তি পায়। এর ৩০ লাখেরও বেশি কপি বিক্রি হয়।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন হান পাও ই’র গান ‘তোমাকে ছাড়া’। গানের কথায় বলা হয়: যদি এই জীবনে আমি শুধু একবার ভালোবাসতে পারি, তাহলে তুমি আমার একমাত্র বাছাই। যদি প্রথম দেখায় আমি ভালোবাসা বুঝতে পারি, তাহলে আমি প্রেম ছেড়ে দেবো না।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন হান পাও ই’র কণ্ঠে ‘ভুল ভালোবাসা’। গানের কথাগুলো এমন: শুধু তুমি আমার হৃদয়কে বোঝো, শুধু তুমি আমার ভালোবাসা জানো। তা সত্ত্বেও আমাকে কেয়ার করো না। ভুল ভালোবাসা, ভুল পরিচালনা। তোমার চোখে আমার স্থান নেই।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন হান পাও ই’র গান ‘গোলাপি রংয়ের স্মৃতি’। গানের কথায় বলা হয়: গ্রীষ্মকাল চলে গেছে, একটি গোপন কথা আছে। তবুও তা মনে রাখবো, তোমাকে বলবো না রাতের বাতাস বয়ে গেছে, তোমার কথা আবারও মনে পড়ছে। এত মিষ্টি কি ভুলে যাওয়া যায়?

আচ্ছা, শুনুন গানটি।

 

বন্ধুরা, এখন শুনুন হান পাও ই’র গান ‘প্রেমিকার সেতু’। গানের কথায় বলা হয়: সাদা মেঘ, ছোট নৌকা। বাসায় না গিয়ে প্রথমে প্রেমিকা সেতুতে যাই। সেতুতে গিয়ে একটু দেখি, আমার প্রিয় মানুষ, কি আমার অপেক্ষা করছে? কয়েক বছর না দেখলে, প্রিয় মানুষ কি ভালো থাকে?

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এবারে শুনুন হান পাও ই’র গান ‘অতীতের কথা স্মরণ করি’। গানের কথাগুলো এমন: সময় চলে গেছে, আর ফিরে আসে না। অতীতের কথা শুধু স্মরণ করা যায়। তোমার হৃদয় আর আমার কাছে নেই, আমি শুধু স্বপ্নে তোমার সঙ্গে থাকতে পারি।

আচ্ছা, শুনুন গানটি।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী হান পাও ই’র সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)