সেপ্টেম্বর ২১: নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের উত্তর লনের বাগানে বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি বেঞ্চ উৎসর্গ করা হয়েছে। স্থানীয় সময় সোমবার সকালে এই বেঞ্চ উন্মুক্ত করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় সেখানে একটি গাছের চারা রোপন করেন তিনি। সেসময় তিনি বলেন, ‘এই বৃক্ষটাও শতবর্ষের ওপর টিকে থাকবে এবং শান্তির বার্তাই বয়ে বেড়াবে।’
উৎসর্গিত এই বেঞ্চে ১৯৭৪ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বঙ্গবন্ধুর ভাষণের একটি উক্তি লেখা আছে। “পিস ইজ অ্যান ইমপ্যারাটিভ ফর দ্য সারভাইভাল অব হিউম্যানিটি। ইট রিপ্রেজেন্টেস দ্য ডিপেস্ট অ্যাসপাইরেশন অব মেন এন্ড উইমেন থ্রুআউট দ্য ওয়ার্ল্ড।” এই বাণীর অর্থ দাঁড়ায় “শান্তি হলো মানবতার বেঁচে থাকার জন্য এক অপরিহার্য ব্যাপার। এটি বিশ্বব্যাপী তাবৎ নরনারীর মনের মুকুরে থাকা এক গভীর আকাঙ্খার নাম।”
পরে জাতিসংঘ সদর দপ্তরের পিচ মেমোরিয়ালে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রধানমন্ত্রী। এসময় শান্তিরক্ষা মিশনে মৃত্যবরণ করা সদস্যদের স্মরণ করেন শেখ হাসিনা।
এরআগে প্রধানমন্ত্রী সকালে বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানদের অংশগ্রহণে জলবায়ু পরিবর্তন বিষয়ক রুদ্ধদ্বার বৈঠকে অংশগ্রহণ করেন। গেল রোববার জাতিসংঘের ৭৬তম অধিবেশনে যোগদানের জন্য ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকি হয়ে নিউইয়র্ক পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজহার/শান্তা
ছবি: পিআইডি