জাতিসংঘের এসডিজি পুরস্কারে ভূষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা
2021-09-22 17:34:09

জাতিসংঘের এসডিজি পুরস্কারে ভূষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা_fororder_2

সেপ্টেম্বর ২২: দারিদ্র্য দূরীকরণ, পৃথিবী সুরক্ষা ও সবার জন্য শান্তি-সমৃদ্ধি নিশ্চিতে বাংলাদেশকে সঠিক পথে নেতৃত্ব দেয়ার স্বীকৃতি হিসেবে জাতিসংঘের এসডিজি অগ্রগতি পুরস্কার পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট স্যলুশন নেটওয়ার্ক তাকে এ পুরস্কার দিয়েছে। নিউইয়র্কে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এ পুরস্কার প্রধানমন্ত্রী দেশের মানুষকে উৎসর্গ করেছেন।

সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা-এমডিজিতে সফলতার পর টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-এসডিজিতে এগিয়ে চলার ক্ষেত্রে এ পুরস্কার লাভ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী। এ পুরস্কার এসডিজির লক্ষ্য অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের একটি প্রমাণপত্র বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

মাহমুদ হাশিম/শান্তা

তথ্য ও ছবি: বাসস