চায়না মিডিয়া গ্রুপের মধ্যশরত্ উত্সব গালা বিশ্বজুড়ে নেটিজেনদের প্রশংসা পেয়েছে
2021-09-22 17:42:19

চায়না মিডিয়া গ্রুপের মধ্যশরত্ উত্সব গালা বিশ্বজুড়ে নেটিজেনদের প্রশংসা পেয়েছে_fororder_微信圖片_20210922174047

সেপ্টেম্বর ২২: চায়না মিডিয়া গ্রুপের মধ্যশরত্ উত্সব গালা প্রথমবারের মতো দেশে-বিদেশে একযোগে প্রচারিত হয়েছে। এবারের গালা সারা বিশ্বের নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে। গতকাল (মঙ্গলবার) রাত ১১টা পর্যন্ত চায়না মিডিয়া গ্রুপের মধ্যশরত্ উত্সব গালার সংক্রান্ত নানা বিষয় ইন্টারনেটে নয় বিলিয়ন বার দেখা হয়েছে। এ ছাড়া গালা অনুষ্ঠানটি ৯০০ মিলিয়নের বেশি দেখা হয়েছে। যা দর্শকদের প্রকৃত স্বীকৃতি তুলে ধরে।

 

এবারের গালা মঞ্চ আর্ট, রিয়েল-লাইফ প্রপস, এআর ভার্চুয়াল ও ভিডিও চিত্রের সমন্বয়ে প্রচার করা হয়েছে। এই বছরের মধ্যশরত্ উত্সব গালা দেশপ্রেম ও পারিবারিক চেতনা বিশ্বজুড়ে চীনা মানুষের আবেগময় অনুরণন জাগিয়ে তুলেছে।

শেনচৌ-১২ মহাকাশচারীরা মিশন শেষ করে চীনে ফিরে এসেছেন। তারাও সারা দেশের মানুষকে মধ্যশরত্ উত্সবের উপহার দিয়েছেন। সবার জন্য মহাকাশ থেকে চাঁদের কিছু ছবি তুলেছেন তাঁরা।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)