সা দিংদিং-২
2021-09-23 09:11:41

গত রোববারের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানে আমি আপনাদের কণ্ঠশিল্পী সা দিংদিং সম্পর্কে অনেক কথা বলেছিলাম। হয়তো আপনাদের মনে এখনো তাঁর গানগুলি রয়ে গেছে। আজকের অনুষ্ঠানে আমি তাঁর আরো কিছু গান আপনাদের শোনাতে চাই, তাহলে শুরুতে ‘সিলিন নদীর ধারে বৃদ্ধ’ নামের গানটি শুনুন, কেমন? 

সা দিংদিং-২_fororder_src=http___nimg.ws.126.net__url=http%3A%2F%2Fdingyue.ws.126.net%2F2021%2F0917%2Fb0257686j00qzkgdq0010d000hs00clp&thumbnail=650x2147483647&quality=80&type=jpg&refer=http___nimg.ws.126

এতক্ষণ আপনারা যে ‘সিলিন নদীর ধারে বৃদ্ধ’ গানটি শুনেছেন, সেটা সা দিং দিং তাঁর নানাকে স্মরণ করে রচনা করেন। আপনাদের কেমন লেগেছে গানটি? অবশ্যই ভাল লেগেছে, তাইনা? ‘ইয়ুন ইয়ুন নান নান’ সা দিং দিং ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত ‘সম্প্রীতি বা হা হা লি লি’ নামে অ্যালবাম থেকে নেয়া একটি গান। গানের ভাষা সা দিং দিংয়ের নিজের ভাষা। তিনি ‘নিজের ভাষা’কে তাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ সঙ্গীত ধারণাগুলোর অন্যতম হিসেবে দেখেন। তিনি বলেছেন, তাঁর নিজের ভাষা একটি আয়নার মতো। গান শোনার সময় আপনি যেটা চিন্তা করেন, আয়নায় সেটা প্রতিফলিত হয়। তাঁর সঙ্গীতে সাধারণত চারটি ভাষা ব্যবহৃত হয়: চীনা, সংস্কৃতি, তিব্বতী ও নিজের ভাষা। ‘নিজের ভাষা’ আসলে সঙ্গীতে কোন লিরিক্স হিসেবে নয়, বরং নিজের মনের ইচ্ছা মতো ই ই ইয়া ইয়া করা কে বুঝায়। তাহলে বন্ধুরা, এখন সা দিং দিংয়ের ‘ইয়ুন ইয়ুন নান নান’ গানটি শুনুন, দেখুন গানের আয়নায় আপনাদের কী কী কথা বা অনুভূতি আসে। 

সা দিংদিং-২_fororder_src=http___nimg.ws.126.net__url=http%3A%2F%2Fdingyue.ws.126.net%2F2021%2F0917%2F37f67b5cj00qzkgdw000kd000hs00b9p&thumbnail=650x2147483647&quality=80&type=jpg&refer=http___nimg.ws.126

সা দিং দিংয়ের ‘সম্প্রীতি বা হা হা লি লি’ অ্যালবামে ‘বিনামূল্যে হাঁটা ফুল’ নামে একটি গানও রয়েছে। এটি একটি চীনা ভাষার গান। সা দিং দিং মনে করেন, আমাদের প্রত্যেকের চোখে বিশ্বকে অপরিসীম কল্পনাশক্তিতে পরিণত করতে পারবেন। ফুল হাঁটতে পারে, সব কিছু হাঁটতে পারে। সব সুন্দর জিনিস পরিবর্তিত হচ্ছে। দেবদূতের পালক তুষার ফুলে পরিণত হয়, এবং ফুলের পাতা তুষারে পরিণত হয়। যখন তুষার ফুল পৃথিবীতে আসে, ফুলের পাতায় বহন করার ইচ্ছা মানুষের ওপরে পড়বে। বন্ধুরা, এখন আমি গানটি আপনাদের শোনাব, আশা করি, গানটি আপনাদের ভাল লাগবে। শুনুন তাহলে গানটি।

সা দিংদিং-২_fororder_src=http___nimg.ws.126.net__url=http%3A%2F%2Fdingyue.ws.126.net%2F2021%2F0822%2F654bff63j00qy8bpw000qc000jy00bwc&thumbnail=650x2147483647&quality=80&type=jpg&refer=http___nimg.ws.126

২০১৭ সালের জুন মাসে সা দিং দিং একটি টিভি নাটকে অভিনয় করেন। এটা ছিল তাঁর প্রথম টিভি নাটক। অভিনয় করার সঙ্গেসঙ্গে তিনি নাটকটির সঙ্গীত পরিচালক ছিলেন। ‘বাম হাত চাঁদের দিকে ইঙ্গিত করে’ নামের গানটি টিভি নাটকের শেষ গান। গানটির সঙ্গীতও সা দিং দিংয়ের সৃষ্টি। গানটি এখন চীনে অনেক জনপ্রিয়। সুতরাং আমি আপনাদের গানটি শোনাতে চাচ্ছি। 

সা দিংদিং-২_fororder_src=http___nimg.ws.126.net__url=http%3A%2F%2Fdingyue.ws.126.net%2F2021%2F0812%2F1063b1e1j00qxpjcr000id000hs009qp&thumbnail=650x2147483647&quality=80&type=jpg&refer=http___nimg.ws.126

বন্ধুরা, রোববারের অনুষ্ঠানে আমি আপনাদের সা দিং দিংয়ের ‘যে লোক আসছে, সে মকর’ গানটি শুনিয়েছিলাম। গানটি ‘যারা আসছে’ নামে অ্যালবাম থেকে নেয়া। আসলে অ্যালবামে আরো কয়েকটি খুবই সুন্দর গান রয়েছে। আজকের অনুষ্ঠানে আমি এর মধ্যে আরো দুটো আপনাদের শোনাব, কেমন? গানের নাম ‘ছায়া’ এবং ‘যেন একটা প্রজন্ম চলে গেছে’। 

সা দিংদিং-২_fororder_src=http___pic.baike.soso.com_ugc_baikepic2_3848_20151022104208-1086530976_0&refer=http___pic.baike.soso

প্রিয় বন্ধুরা, কেমন লেগেছে গানটি? গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। তাহলে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষ গান হিসেবে আমি আপনাদের সা দিং দিংয়ের অন্য একটি গান শোনাব। গানের নাম ‘সবুজ পোশাকের মেয়ে’। (প্রেমা/এনাম)