চীনে শরত্কালীন ফসল কাটা শুরু
2021-09-23 15:33:37

চীনে শরত্কালীন ফসল কাটা শুরু_fororder_f1

চীনে শরত্কালীন ফসল কাটা শুরু_fororder_f2

চীনে শরত্কালীন ফসল কাটা শুরু_fororder_f3

চীনে শরত্কালীন ফসল কাটা শুরু_fororder_f5

চীনে শরত্কালীন ফসল কাটা শুরু_fororder_f4

সেপ্টেম্বর ২৩: বর্তমানে চীনে শরত্কালীন ফসল তোলার মৌসুম শুরু হয়েছে। চীনে শরত্কালীন শস্যের উত্পাদন পুরো বছর চীনের মোট শস্য উত্পাদনের ৭৫ শতাংশ।

 

চীনের কৃষি ও গ্রাম মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, কিছু দুর্যোগ-কবলিত এলাকা ছাড়া চলতি বছর দেশের অধিকাংশ এলাকায় শরত্কালীন শস্যের চাষ আগের বছরের চেয়ে ভালো হয়েছে।

 

এখন দেশের শরত্কালীন শস্যের ফসল কাটা হচ্ছে। আর দশ দিন পর চীনে ব্যাপকভাবে ফসল ঘরে তোলার কাজ শুরু হবে।

(শুয়েই/তৌহিদ/লিলি)