চুংকুয়ানছুন ফোরাম ২০২১-এ সি চিন পিং-এর ভাষণ
2021-09-24 20:31:29

সেপ্টেম্বর ২৪: আজ (শুক্রবার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বেইজিংয়ের ‘চুংকুয়ানছুন ফোরাম ২০২১’ উপলক্ষ্যে ভিডিওবার্তা পাঠিয়েছেন।

তিনি বলেছেন, বর্তমান বিশ্বে করোনাভাইরাসের মহামারি চলছে, বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধার কঠোর চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের উন্মুক্ত বৈজ্ঞানিক সহযোগিতা প্রয়োজন। বৈজ্ঞানিক উদ্ভাবন ও যৌথ চেষ্টার মাধ্যমে বিশ্বব্যাপী সমস্যা সমাধানের পদ্ধতি খুঁজে বের করতে হবে, যৌথভাবে যুগের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে এবং যৌথভাবে মানবজাতির শান্তি ও উন্নয়নের কাজকে জোরদার করতে হবে।

সি চিন পিং জোর দিয়ে বলেন, বর্তমান বিশ্বে, বৈজ্ঞানিক প্রযুক্তি উন্নয়নে বিশ্বমুখী দৃষ্টিভঙ্গি পোষণ করা উচিত। চীন বৈজ্ঞানিক উদ্ভাবনের ওপর অনেক গুরুত্ব দেয়। চীন আরও উন্মুক্তভাবে আন্তর্জাতিক বৈজ্ঞানিক বিনিময়ে যোগ দেবে, আরও সক্রিয়ভাবে বৈশ্বিক উদ্ভাবনী নেটওয়ার্কে অংশ নেবে, মেধাস্বত্ত্ব রক্ষার কাজ জোরদার করবে এবং মানবজাতির কল্যাণ নিশ্চিত করবে।

তিনি বলেন, চুংকুয়ানছুন চীনের প্রথম রাষ্ট্রীয় পর্যায়ের উদ্ভাবনী দৃষ্টান্তমূলক এলাকা। চুংকুয়ানছুন ফোরাম হলো বিশ্বের বৈজ্ঞানিক উদ্ভাবনের রাষ্ট্রীয় পর্যায়ের মঞ্চ। চীন চুংকুয়ানছুনের নতুন দফা সংস্কারকে সমর্থন করে; যাতে বিশ্বের বৈজ্ঞানিক উদ্ভাবন ও বিনিময় এবং সহযোগিতায় নতুন অবদান রাখা যায়।

(শুয়েই/তৌহিদ)