হংকংয়ে মার্কিন হস্তক্ষেপের পাল্টা জবাব দেবে চীন
2021-09-24 19:04:07

হংকংয়ে মার্কিন হস্তক্ষেপের পাল্টা জবাব দেবে চীন_fororder_0708

সেপ্টেম্বর ২৪: হংকং ইস্যুতে মার্কিন হস্তক্ষেপের বিরুদ্ধে শক্তিশালী ধারাবাহিক পাল্টা পদক্ষেপ নেবে চীন। আজ (শুক্রবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়েন একথা বলেছেন।

 

মুখপাত্র বলেন, হংকং হলো চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল। হংকং বিষয়টি চীনের অভ্যন্তরীণ ব্যাপার। এতে বিদেশের হস্তক্ষেপের কোনও অধিকার নেই। হংকংয়ের জাতীয় নিরাপত্তা আইন প্রণয়ন ও কার্যকর করে স্থানীয় আইন প্রশাসন পূর্ণাঙ্গ করা হয়েছে। হংকংয়ের নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনরুদ্ধার করা হয়েছে এবং হংকংবাসীর বৈধ স্বার্থ রক্ষা করা হয়েছে। হংকংয়ে সুশৃঙ্খল অবস্থা ফিরে এসেছে। হংকংয়ে সমৃদ্ধি ও স্থিতিশীলতা বাস্তবায়ন করা এবং চীনের উন্নয়নে বাধা দানকারী যে কোনও ষড়যন্ত্র অবশ্যই ব্যর্থ হবে বলে মুখপাত্র উল্লেখ করেন।

 

চীন-বিরোধী ও হংকংয়ে বিশৃঙ্খলাকারী শক্তিকে যুক্তরাষ্ট্রের সমর্থন দেওয়া নিষিদ্ধ ঘোষণা করেন মুখপাত্র।

(লিলি/তৌহিদ/শুয়েই)