৭৬তম জাতিসংঘ সাধারণ পরিষদের চেয়ারম্যান শহীদের সঙ্গে সাক্ষাত্ করেছেন ওয়াং ই
2021-09-24 19:06:44

সেপ্টেম্বর ২৪: চীনের পররাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রীয় কাউন্সিলর ওয়াং ই ৭৬তম জাতিসংঘ সাধারণ পরিষদের চেয়ারম্যান জনাব শহীদের সঙ্গে সাক্ষাত্ করেছেন।

ওয়াং ই বলেন, চলতি বছর জাতিসংঘে নয়া চীনের আইনগত আসন পুনরুদ্ধারের ৫০তম বার্ষিকী। চীন সবসময় উন্নয়নশীল দেশগুলিকে সমর্থন দেবে এবং আন্তর্জাতিক ন্যায়বিচারের পক্ষে থাকবে। আশা করা যায়, জাতিসংঘের নতুন সাধারণ পরিষদ মহামারী প্রতিরোধে আন্তর্জাতিক সহযোগিতা এবং টিকার ন্যায়সঙ্গত বণ্টনে আরও বড় ভূমিকা রাখবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং জীববৈচিত্র্য রক্ষা ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে আরও ভূমিকা পালন করবে।

 

সিপিসি’র শততম প্রতিষ্ঠাবার্ষিকী এবং জাতিসংঘে চীনের আইনগত আসন পুনরুদ্ধারের ৫০তম বার্ষিকী উপলক্ষ্যে জনাব শহীদ উষ্ণ অভিনন্দন জানান। সংস্থার নতুন সাধারণ পরিষদের প্রধান কাজগুলি এগিয়ে নিতে চীনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশাও করেন তিনি। বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের পূর্ণ সাফল্য কামনা করেন জনাব শহীদ।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)