ভারত দু’দেশের প্রাসঙ্গিক চুক্তি কঠোরভাবে মেনে চলবে বলে আশা করে চীন
2021-09-24 19:06:24

সেপ্টেম্বর ২৪: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়েন আজ (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, অনেক বছর ধরে চীন ও ভারতের সীমান্ত এলাকায় ‘প্রকৃত নিয়ন্ত্রণ রেখা’ বরাবর শান্তি বজায় রাখার জন্য দু’দেশ ধারাবাহিক চুক্তি স্বাক্ষর করেছে এবং সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভারত দু’দেশের প্রাসঙ্গিক চুক্তি কঠোরভাবে মেনে চলবে বলে আশা করে চীন

 

মুখপাত্র বলেন, গত বছর গালোয়ান উপত্যকার সহিংসতার কারণ হলো- ভারত কর্তৃক চুক্তি লঙ্ঘন করা এবং অবৈধভাবে সীমানা অতিক্রম করে চীনের ভূখণ্ডে অনুপ্রবেশ করা। স্বাক্ষরিত চুক্তি কঠোরভাবে মেনে চলা এবং সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য ভারতকে তাগিদ দেয় চীন।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)