সিনচিয়াং নিয়ে পশ্চিমা দেশসমূহের মিথ্যাচার আবার স্পষ্ট হয়েছে: সিআরআই সম্পাদকীয়
2021-09-26 20:09:52

 

সেপ্টেম্বর ২৬: চীনের কর্তৃপক্ষের আজ (রোববার) প্রকাশিত ‘সিনচিয়াংয়ের লোকসংখ্যা উন্নয়ন’ শীর্ষক শ্বেতপত্রে বিস্তারিত তথ্য-উপাত্তের মাধ্যমে সিনচিয়াংয়ের লোকসংখ্যার উন্নয়নের অবস্থা তুলে ধরা হয়। বিশ্বের সামনে চীনের এই বহুজাতি-অধ্যুষিত অঞ্চলের সংখ্যালঘু জাতির উন্নয়নের বিষয়টিও শ্বেতপত্রে স্পষ্ট হয়েছে। অন্যভাবে বললে, সিনচিয়াং নিয়ে পশ্চিমা মিথ্যাচার আরও একবার স্পষ্ট হলো।

    ইউরেশিয়ান এবং উত্তর-পশ্চিম চীনের অন্তর্দেশে অবস্থিত, সিনচিয়াং একটি বহু জাতি অধ্যুষিত এলাকা। এর জনসংখ্যার উন্নয়ন ঘটে চলেছে শিল্পায়ন, নগরায়ন ও আধুনিকীকরণের পাশাপাশি। বর্তমানে অঞ্চলটির শিশু মৃত্যুর হার অনেক কমেছে, জনগণের গড় আয়ু অনেক বেড়েছে। আর এর কারণ হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং জনগণের দৃষ্টিভঙ্গিতে ইতিবাচক পরিবর্তন। চিনচিয়াংয়ের জনসংখ্যা পরিস্থিতি বিশ্ব জনসংখ্যা উন্নয়ন মানের সাথে সামঞ্জস্যপূর্ণ।

    ২০২০ সালের তথ্য অনুসারে, আগের ১০ বছরে, সিনচিয়াংয়ের জনসংখ্যা বৃদ্ধির হার দেশে বিভিন্ন অঞ্চলের মধ্যে  চতুর্থ অবস্থায় রয়েছে। আর জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে দেশে অঞ্চলটির স্থান অষ্টম।

জনসংখ্যা বৃদ্ধি সিনচিয়াংয়ের মানবাধিকার পরিস্থিতির উন্নতির লক্ষণও বটে। সিনচিয়াংয়ে বর্তমানে সামাজিক স্থিতিশীলতা বজায় রয়েছে। এই স্থিতিশীলতা এসেছে চীন সরকারের সন্ত্রাসবাদ প্রতিরোধমূলক পদক্ষেপের কারণে।

অথচ পশ্চিমা চীনবিরোধী শক্তিগুলো প্রকৃত সত্য ও বাস্তবতাকে অস্বীকার করে, সিনচিয়াং সম্পর্কে তথাকথিত "জোরপূর্বক শ্রম," "বাধ্যতামূলক নির্বীজন," এবং "সাংস্কৃতিক বিলুপ্তি" টার্ম ব্যবহার করে আসছে। তাদের মিথ্যার লক্ষ্য সিনচিয়াংয়ের তুলা, টমেটো ও ফটোভোলটাইক শিল্প। তারা চায় সিনচিয়াংয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হোক এবং চীনের উন্নয়ন হোক বাধাগ্রস্ত। (ওয়াং হাইমান/আলিম/ছাই)